শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোটরচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত সঠিক নয়, বলছেন বিশ্লেষকরা [২] ভুল সিদ্ধান্তে সমাজে বেকারত্ব ও অস্থিরতা বাড়বে

আমিরুল ইসলাম : [৩] বর্ষীয়ান রাজনীতিবিদ ও শ্রমিক নেতা মনজুরুল আহসান খান বলেন, মোটরচালিত রিকশা ও ভ্যানে এতো বেশি দুর্ঘটনা হয় না, অন্য বড় বড় গাড়ি দুর্ঘটনা ঘটায় বেশি। [৪]মোটরচালিত রিকশার গতি নিয়ন্ত্রণ করে চলতে দেওয়া উচিত। সাধারণ মানুষের জন্য চলাচল ও জীবিকা অর্জনের একটি সহজ পথ হচ্ছে মোটরচালিত রিকশা, ভ্যান। এটা বন্ধ করা উচিত নয়।

[৫] গ্রামাঞ্চলে যানবাহনের সমস্যা প্রকট। মোটরযান চালিত রিকশা আবিষ্কারে মানুষের বিরাট উপকার হয়েছে। কারণ প্যাডেল রিকশায় পরিশ্রম বেশি, চালকেরা অসুস্থ হয়ে পড়েন।

[৬] নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, রিকশা-ভ্যান মটরচালিত হওয়ায় তারা হাইওয়েতে ওঠে যায়, এটা একেবারেই ঠিক নয়। পরিবহনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা থাকা উচিত। [৭] আলাদা লেন থাকলে অসুবিধা হয় না। কিন্তু মোটরচালিত রিকশা-ভ্যানের চালকেরা নিজস্ব লেনে থাকতে চান না, তারা আইন মানতে চান না। রিকশা-ভ্যানকে অনুমোদন দেওয়া হলে অবশ্যই আলাদা লেন থাকতে হবে।

[৮] বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, মোটরচালিত রিকশা-ভ্যানের সঙ্গে জীবন-জীবিকার প্রশ্ন যুক্ত হয়ে গেছে। ফলে তাদের অন্যভাবে পুনর্বাসিত করা ও মোটরচালিত রিকশা-ভ্যানকে আধুনিক যান উপযোগী করে তোলার ক্ষেত্রে মনোযোগ দেওয়া দরকার। [৯] করোনায় অনেক মানুষ জীবিকা হারিয়েছে, বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে। এমন সময় বিপুলসংখ্যক মানুষকে বেকার করে দিলে সামাজিক অস্থিরতা ও বেকারত্ব বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়