শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৩:০১ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ১০:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোটরচালিত রিকশা-ভ্যান বন্ধের সিদ্ধান্ত সঠিক নয়, বলছেন বিশ্লেষকরা [২] ভুল সিদ্ধান্তে সমাজে বেকারত্ব ও অস্থিরতা বাড়বে

আমিরুল ইসলাম : [৩] বর্ষীয়ান রাজনীতিবিদ ও শ্রমিক নেতা মনজুরুল আহসান খান বলেন, মোটরচালিত রিকশা ও ভ্যানে এতো বেশি দুর্ঘটনা হয় না, অন্য বড় বড় গাড়ি দুর্ঘটনা ঘটায় বেশি। [৪]মোটরচালিত রিকশার গতি নিয়ন্ত্রণ করে চলতে দেওয়া উচিত। সাধারণ মানুষের জন্য চলাচল ও জীবিকা অর্জনের একটি সহজ পথ হচ্ছে মোটরচালিত রিকশা, ভ্যান। এটা বন্ধ করা উচিত নয়।

[৫] গ্রামাঞ্চলে যানবাহনের সমস্যা প্রকট। মোটরযান চালিত রিকশা আবিষ্কারে মানুষের বিরাট উপকার হয়েছে। কারণ প্যাডেল রিকশায় পরিশ্রম বেশি, চালকেরা অসুস্থ হয়ে পড়েন।

[৬] নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, রিকশা-ভ্যান মটরচালিত হওয়ায় তারা হাইওয়েতে ওঠে যায়, এটা একেবারেই ঠিক নয়। পরিবহনের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেটা থাকা উচিত। [৭] আলাদা লেন থাকলে অসুবিধা হয় না। কিন্তু মোটরচালিত রিকশা-ভ্যানের চালকেরা নিজস্ব লেনে থাকতে চান না, তারা আইন মানতে চান না। রিকশা-ভ্যানকে অনুমোদন দেওয়া হলে অবশ্যই আলাদা লেন থাকতে হবে।

[৮] বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, মোটরচালিত রিকশা-ভ্যানের সঙ্গে জীবন-জীবিকার প্রশ্ন যুক্ত হয়ে গেছে। ফলে তাদের অন্যভাবে পুনর্বাসিত করা ও মোটরচালিত রিকশা-ভ্যানকে আধুনিক যান উপযোগী করে তোলার ক্ষেত্রে মনোযোগ দেওয়া দরকার। [৯] করোনায় অনেক মানুষ জীবিকা হারিয়েছে, বেকারত্বের সংখ্যা বেড়ে গেছে। এমন সময় বিপুলসংখ্যক মানুষকে বেকার করে দিলে সামাজিক অস্থিরতা ও বেকারত্ব বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়