রাকিবুল রিফাত:[২] রবিবার মস্কো বিমানবন্দরে পৌঁছেন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং। মিয়ানমারে সুচি সরকারকে সরিয়ে ক্ষমতা দখলের পর এটি তার দ্বিতীয় দফায় বিদেশ সফর। এর আগে আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ করতে ইন্দোনেশিয়ায় গিয়েছিলেন। সিডনি নিউজ, আল আরাবিয়া
[৩] সুষ্ঠ নির্বাচনের দোহাই দিয়ে নির্বাচিত সরকারকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে আর্ন্তজাতিক চাপে আছে দেশটি। যার মধ্যেই এই সফরে গেলেন অং হ্লাইং।
[৪] এর আগে এমআর টেলিভিশন জানায়, রবিবার একটি বিশেষ ফ্লাইটে রাজধানী নেপিইদো থেকে মস্কোর উদ্দেশ্যে রওনা দেন অং হ্লাইং। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে তিনি রাশিয়া গিয়েছে বলে জানায় সংবাদ মাধ্যমটি। বিমানবন্দরে জেনারেল অং হ্লাইংকে অর্ভ্যথনা জানাতে উপস্থিত ছিলেন রাশিয়ায় নিযুক্ত মিয়ানারের রাষ্ট্রদূত।
[৪] রাশিয়া সফরে অং হ্লাইং কতদিন থাকবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মিয়ানমারের সামরিক সরকার প্রধানের রাশিয়া সফরের এক দিন আগেই জান্তা সরকারের উপর নিন্দা প্রস্তাব পাশ করে জাতিসংঘ যাতে ভোট দেওয়া থেকে বিরত ছিলো রাশিয়া।