সাকিবুল আলম:[২] সৌদি জোটের তথ্যমতে, শনিবার ১৭টি ড্রোনের মধ্যে দুইটি ছোঁড়া হয়েছে সৌদি আরবের খামিস মুশায়েত শহরে। দেশের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরের কাছে নিক্ষেপ করা হয়েছে ৮টি ড্রোন। আল আরাবিয়া
[৩] ছয় বছর ধরে চলমান ইয়েমেন যুদ্ধে, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা বারবার খামিস মুশায়েত শহরটিকে লক্ষ্য করে আক্রমণ করে আসছে। এছাড়াও দেশটির সীমান্তবর্তী এলাকাগুলোও হুথিদের আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে।
[৪] ২০১৫ সালের মার্চ মাসে রিয়াদ নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে হামলা চালায়। হুথি বিদ্রোহীরা ঐ বছর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাজধানী সানা দখল করে নিলে সৌদি জোট পাল্টা আক্রমণ শুরু করে। সেই থেকে এখনো চলছে এই আক্রমণ-পাল্টা আক্রমণ। সম্পাদনা: সুমাইয়া ঐশী