শরীফ শাওন: [১] দেশের বিভিন্ন জেলা সদরে শিক্ষা সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিবর্গের সমন্বয়ে পরামর্শ কমিটি গঠন করে তাদের পরামর্শক মোতাবেক শিক্ষা-কার্যক্রম চালু করা, স্কুল ও কলেজ পর্যায়ে প্রবর্তিত জ্যৈষ্ঠ প্রভাষক পদ বাতিল করে পূর্বের ন্যায় সহকারী অধ্যাপক পদ বহাল রাখা, বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স পর্যায়ের জন্য নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্তর দাবি জানিয়েছেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)।
[৩] শনিবার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধনে শিক্ষকদের আরও দাবির মধ্যে রয়েছে, জনবল কাঠামো ২০২১ অনুযায়ী সহকারী অধ্যাপক পদে নিঃশর্ত পদোন্নতি প্রদান, করোনাকালে নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তি না হওয়া পর্যন্ত মাসিক ভিত্তিতে প্রণোদনা প্রদান করা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ বাড়িভাড়া, উৎসবভাতা ও চিকিৎসাভাতা প্রদান করা, করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি/গভর্নিং বস্তির স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা, ২০২১-২২ অর্থ বছরে শিক্ষা বাজেটে অসঙ্গতি দূর করে শিক্ষা পুনরুদ্ধারের জন্য শিক্ষা বাজেটে অর্থ বৃদ্ধি করা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডে পর্যাপ্ত বরাদ্দ প্রদান করা, সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের অবিলম্বে টিকা প্রদানের ব্যবস্থা করা।