শিরোনাম
◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন: শফিকুল আলম ◈ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান: সংঘর্ষ থেমেছে, অবস্থান নিয়েছে সেনাবাহিনী ◈ জুলাই যোদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ ◈ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুলিশ-‘জুলাই যোদ্ধা’ সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া (ভিডিও) ◈ ৫ বছর মেয়াদি পরিকল্পনা গাজা পুনর্গঠনে, ব্যয় ৬৭ বিলিয়ন ডলার ◈ পক্ষপাতমূলক আচরণে বিএনপির সন্দেহের তালিকায় উপদেষ্টারা কারা ◈ ত্রিপুরায় তিন বাংলাদেশি নাগরিকের নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা বাংলাদেশের ◈ রাকসুতে কে কোন পদে জিতলেন ◈ তোমার মাথার দাম ১০ কোটি, ফোন করে বলেছিল আমাকে : সালাউদ্দিন আম্মার ◈ এবার ভেনেজুয়েলায় অভিযান চালাতে সিআইএকে অনুমোদন ট্রাম্পের

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের সাবেক সচিব আবুল হাশেম মারা গেছেন

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের সাবেক সচিব আবুল হাশেম আজ শুত্রুবার বেলা সাড়ে এগারোটায় গুলশানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

[৩] মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর। ১৯৯৭ সালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে তাঁর কর্মময় পেশাজীবনের সমাপ্তি ঘটে। অসাধারণ মেধাবী, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরীতে তিনি তাঁর প্রতিভার সাক্ষর রেখেছেন। কঠোর পরিশ্রমী এবং মিতভাষী হিসেবেও তিনি সুপরিচিত এবং সহকর্মীদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতার সাথে দায়িত্ব পালন করেন।

[৪] মরহুম আবুল হাশেম একজন পরহিতব্রতী, দানশীল, শিক্ষানুরাগী এবং ধর্মভীরু মানুষ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া নিবাসী আবুল হাশেম মৃত্যুকালে স্ত্রী, পাঁচ মেয়ে, এক ছেলে, মেয়ে-জামাই ও ছেলের বৌ সহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

[৫] আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাযা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়