শিরোনাম
◈ নতুন সক্রিয় ফাটলরেখা শনাক্ত: ব্রহ্মপুত্রের গতিপথ বদল ও বড় ভূমিকম্পের ঝুঁকির ইঙ্গিত ◈ বাংলাদেশের উৎপাদন খাতে বড় বিনিয়োগে চীনের আগ্রহ: পাট, সবুজ প্রযুক্তি ও ফার্মায় গুরুত্ব ◈ আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র ◈ অভিবাসন নীতিতে বড় পরিবর্তন: ট্রাম্পের লক্ষ্য স্থায়ী নিষেধাজ্ঞা ◈ ‘ক্ষমতায় এলে বিএনপিসহ সবাইকে নিয়েই দেশ পরিচালনা করবো’ ◈ ভ্যানিটি ব্যাগ থেকে পিস্তল বের করে যুবলীগ নেতার স্ত্রীর হুমকি, ভিডিও ভাইরাল ◈ শিক্ষকদের আন্দোলনে চলতি বছর ক্ষতিগ্রস্ত প্রায় দুই কোটি শিক্ষার্থী ◈ বিএনপি ছেড়ে দেওয়া আসনে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন দু’জন উপদেষ্টা, পদত্যাগ আগামী সপ্তাহে ◈ ফজরের পর আম বয়ানে টঙ্গীতে জোড় ইজতেমা শুরু, আখেরি মোনাজাত ২ ডিসেম্বর ◈ আমি নিশ্চিত ‘ঢাকার কসাই’ আসাদুজ্জামান খান কামালকে অতিশীঘ্রই বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করা হবে : প্রেস সচিব 

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৯:২৯ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৯:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় সংসদের সাবেক সচিব আবুল হাশেম মারা গেছেন

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের সাবেক সচিব আবুল হাশেম আজ শুত্রুবার বেলা সাড়ে এগারোটায় গুলশানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

[৩] মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর। ১৯৯৭ সালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হিসেবে তাঁর কর্মময় পেশাজীবনের সমাপ্তি ঘটে। অসাধারণ মেধাবী, সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরীতে তিনি তাঁর প্রতিভার সাক্ষর রেখেছেন। কঠোর পরিশ্রমী এবং মিতভাষী হিসেবেও তিনি সুপরিচিত এবং সহকর্মীদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতার সাথে দায়িত্ব পালন করেন।

[৪] মরহুম আবুল হাশেম একজন পরহিতব্রতী, দানশীল, শিক্ষানুরাগী এবং ধর্মভীরু মানুষ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত সাদামাটা জীবনযাপন করতেন। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া নিবাসী আবুল হাশেম মৃত্যুকালে স্ত্রী, পাঁচ মেয়ে, এক ছেলে, মেয়ে-জামাই ও ছেলের বৌ সহ নাতি-নাতনি, আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

[৫] আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে নামাজে জানাযা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়