শিরোনাম
◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের ◈ সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ ৫০ বছর আগের চুক্তিতে বাংলাদেশের ট্রানজিট চায় নেপাল ◈ ‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’: প্রধানমন্ত্রী সুশীলা কার্কি ◈ কাশ্মীর সীমান্তে একাধিক পাকিস্তানি ড্রোন শনাক্ত: সর্বোচ্চ সতর্কতায় ভারতীয় বাহিনী ◈ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ থামছেই না: বাড়ছে আতঙ্ক, ঝুঁকিতে যাত্রীরা ◈ এবার বাংলাদেশের ওপর নজরদারি বাড়াতে নতুন নৌঘাঁটি বানাচ্ছে ভারত ◈ ভিয়েতনামে ২০ বছরের মধ্যে আসিয়ানের সবচেয়ে বড় তেলের মজুত সন্ধান! ◈ কাউন্সিল হ্যা বললে ২য় বিয়েতে স্ত্রীর অনুমতি লাগবে না: হাইকোর্ট (ভিডিও) ◈ এক-দুই দিনের মধ্যে ২০-২৫ আসনে প্রার্থী ঘোষণা দেবে এনসিপি

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ১০:৪৫ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামোসের মতো আর কাউকে পাবে না রিয়াল, বললেন ফুটবল বিশ্লেষক আলভারো

স্পোর্টস ডেস্ক : [২] ১৯ বছর বয়সে রিয়াল মাদ্রিদে পা রাখা সার্জিও রামোস সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন সেরা ডিফেন্ডারদের একজন। দলকে ভুরিভুরি সাফল্যে নেতৃত্ব দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ক্লাবের ইতিহাসে সেরা অধিনায়কদের একজন হিসেবে। জিতেছেন সম্ভাব্য প্রায় সবকিছু। জন্ম দিয়েছেন স্মরণীয় কত না মুহূর্তের।

[৩] দীর্ঘ ১৬ বছরের সাফল্যে মোড়া পথচলা শেষে প্রিয় ক্লাবকে বিদায় বলে দিয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। শেষ হয়েছে ইউরোপের সফলতম ক্লাবটিতে বর্ণাঢ্য রামোস-অধ্যায়ের। স্প্যানিশ রেডিও কাদেনা সের-এ ফুটবল বিশ্লেষক আলভারো বেনিতো বললেন, রামোসের মতো আর কাউকে পাবে না রিয়াল।

[৪] রিয়াল মাদ্রিদের একটি যুগের সমাপ্তি ঘটল। যতবার এমন মাপের খেলোয়াড় চলে যায় ততবারই একটি চক্রের পরিবর্তন ঘটে। যেই আসবে, সে রামোসের মানের হবে না। ঘোষণাটা আসে বুধবার (১৬ জুন) দিন রাতে। পরদিন অশ্রুসিক্ত চোখে আনুষ্ঠানিকভাবে প্রিয় আঙিনাকে বিদায় বলেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।

[৫] আমার জীবনের কঠিনতম মুহূর্তগুলোর একটি এসে গেছে। এসেছে রিয়াল মাদ্রিদকে বিদায় বলার সময়। বাবার হাত ধরে আমি এখানে এসেছিলাম (এরপর চোখের পানি ধরে রাখতে পারেননি)। আবেগাক্রান্ত না হওয়াটা অসম্ভব। সান্তিয়াগো বের্নাবেউ থেকে বিদায় নিতে পারলে ভালো লাগত।

[৬] আনুষ্ঠানিকভাবে আগামী ৩০ জুন শেষ হবে রিয়ালের সঙ্গে রামোসের চুক্তির মেয়াদ। ১০ শতাংশ বেতন কমানোসহ তাকে এক বছরের চুক্তির প্রস্তাব দিয়েছিল ক্লাব। তিনি চেয়েছিলেন দুই বছর। শেষ পর্যন্ত অবশ্য এক বছরের চুক্তিতেই রাজি হয়েছিলেন। কিন্তু তখন ক্লাব থেকে তাকে জানানো হয় অনেক দেরি হয়ে গেছে।

[৭] এখন ফ্রি ট্রান্সফারে যেকোনো ক্লাবে যোগ দিতে পারবেন তিনি। সময়টা তার পক্ষে না থাকলেও আধুনিক ফুটবলের সেরা সেন্ট্রাল ডিফেন্ডারদের একজন হয়ে ওঠা রামোসকে দলে নিতে আগ্রহী ক্লাবের অভাব হওয়ার কথা নয়। রিয়ালের সাবেক স্ট্রাইকার প্রেদরাগ মিয়াতোভিচ যেমন বললেন, কোনো সন্দেহ নেই, মাদ্রিদের সর্বকালের সেরা সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেই বিদায় নিল সে। - বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়