শিরোনাম
◈ ৩০০ ফিটে অভ্যর্থনা মঞ্চ প্রস্তুতির শেষ পর্যায়ে, নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল ◈ বাংলাদেশবিরোধী বিক্ষোভে কলকাতায় ‘রক্তাক্ত’ ময়ূখ রঞ্জন ◈ এবার ভিসা প্রক্রিয়া আরও সহজ করল চীন ◈ অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ ◈ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় বিধিমালার গেজেট প্রকাশ ◈ দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে পাল্টা তলব ◈ বর্জ্য পোড়ানোর ছবি পাঠান, মাসে সেরা ১০ জন পাবেন পুরস্কার ◈ হাইকমিশনের নিরাপত্তায় দিল্লির আশ্বাসের বাস্তব প্রতিফলন চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ নেতারা দিনে বক্তব্য দিয়ে রাতে আসামি ছাড়াতে তদবির করেন: ইসির সভায় রেঞ্জ ডিআইজি ◈ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২১, ০১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনার শিশুসহ চারজন নিহত

রুবেল মজুমদার: [২] কুমিল্লায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় একটি প্রাইভেটকারে থাকা তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুন) ভোর রাত তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়রে কুমিল্লায় অংশে সদর দক্ষিণ এলাকার জোর কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] এদিকে শুক্রবার সকালে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়রে কুমিল্লায় চৌদ্দগ্রাম হাড়িসর্দার এলাকায় দাদার সাথে অটোরিকশা করে জন্ডিস ঝারানো কবিরাজের কাছে যাওয়র সময় অটোরিক্সার চাপা লামিয়া নামের আট বছরে এক শিশু মারা যায়।

[৪] নিহতরা হলেন- ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুরের নলিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।

[৫] কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আবদুর রহমান বলেন, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী প্রাইভেটকারটি ওই এলাকায় ইউটার্ন নেয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।

[৬] এসময় ঘটনায়’লে মো. মিরাজ হোসেন ও বেলাল হোসেন মারা যান। পরে ঢাকা নেয়ার পথে ফখরুল আলমের মৃত্যু হয়েছে।তিনি আরও জানান, বাস ও প্রাইভেটটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের মরদেহ বুঝিয়ে দেয়া হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়