শিরোনাম
◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই থেকে ফের গণটিকা কার্যক্রম শুরুর আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

বাশার নূরু:[২] বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশা প্রকাশ করেছেন ড. আহমেদ কায়কাউস।

[৩] তিনি বলেন, ‘ভ্যাকসিনের জন্য আমরা পৃথিবীর সব জায়গায় চেষ্টা করেছি। যেখান থেকে পেয়েছি, তুলনামূলক কম মূল্যেই পেয়েছি। আরও পেতে দিনরাত আমরা চেষ্টা করে যাচ্ছি। কেনার জন্য বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিজেরাও উৎপাদনের চেষ্টা করছি।’

[৪] তিনি বলেন, আমরা গতকালও কয়েকটি দেশের সঙ্গে বসেছিলাম। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমরা দয়ায় টিকা চাই না। প্রধানমন্ত্রী সবসময় বলেছেন ফ্রি দরকার নাই, টাকা দিয়ে দিন। যেখানে পাওয়া যায় সেখানেই টাকা দেন।

[৪] তিনি আরও বলেন, প্রত্যাশা করছি জুলাই মাস থেকে আমরা আবারও গণটিকা দিতে পারব।

[৫] মুখ্য সচিব ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন, উপ পরিচালক (উপ সচিব) জাহেদুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়