শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই থেকে ফের গণটিকা কার্যক্রম শুরুর আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

বাশার নূরু:[২] বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশা প্রকাশ করেছেন ড. আহমেদ কায়কাউস।

[৩] তিনি বলেন, ‘ভ্যাকসিনের জন্য আমরা পৃথিবীর সব জায়গায় চেষ্টা করেছি। যেখান থেকে পেয়েছি, তুলনামূলক কম মূল্যেই পেয়েছি। আরও পেতে দিনরাত আমরা চেষ্টা করে যাচ্ছি। কেনার জন্য বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিজেরাও উৎপাদনের চেষ্টা করছি।’

[৪] তিনি বলেন, আমরা গতকালও কয়েকটি দেশের সঙ্গে বসেছিলাম। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমরা দয়ায় টিকা চাই না। প্রধানমন্ত্রী সবসময় বলেছেন ফ্রি দরকার নাই, টাকা দিয়ে দিন। যেখানে পাওয়া যায় সেখানেই টাকা দেন।

[৪] তিনি আরও বলেন, প্রত্যাশা করছি জুলাই মাস থেকে আমরা আবারও গণটিকা দিতে পারব।

[৫] মুখ্য সচিব ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন, উপ পরিচালক (উপ সচিব) জাহেদুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়