শিরোনাম
◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স ◈ দেশের মানুষের জন্যই বিএনপির রাজনীতি: তারেক রহমান ◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই থেকে ফের গণটিকা কার্যক্রম শুরুর আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

বাশার নূরু:[২] বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কবরী হলে মুজিববর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আশা প্রকাশ করেছেন ড. আহমেদ কায়কাউস।

[৩] তিনি বলেন, ‘ভ্যাকসিনের জন্য আমরা পৃথিবীর সব জায়গায় চেষ্টা করেছি। যেখান থেকে পেয়েছি, তুলনামূলক কম মূল্যেই পেয়েছি। আরও পেতে দিনরাত আমরা চেষ্টা করে যাচ্ছি। কেনার জন্য বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পাশাপাশি নিজেরাও উৎপাদনের চেষ্টা করছি।’

[৪] তিনি বলেন, আমরা গতকালও কয়েকটি দেশের সঙ্গে বসেছিলাম। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আমরা দয়ায় টিকা চাই না। প্রধানমন্ত্রী সবসময় বলেছেন ফ্রি দরকার নাই, টাকা দিয়ে দিন। যেখানে পাওয়া যায় সেখানেই টাকা দেন।

[৪] তিনি আরও বলেন, প্রত্যাশা করছি জুলাই মাস থেকে আমরা আবারও গণটিকা দিতে পারব।

[৫] মুখ্য সচিব ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া, আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন, উপ পরিচালক (উপ সচিব) জাহেদুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়