শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ তিন দাবিতে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর মিঠিলে পুলিশি বাধা

শরীফ শাওন, জেরিন আহমেদ: [২] ছাত্রসংগঠনগুলোর দাবি, অবিলম্বে রোড ম্যাপ ঘোষণাসহ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া; বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের ওপর ১৫ শতাংশ কর প্রস্তাব প্রত্যাহার; এবং করোনাকালিন সময়ে শিক্ষার্থীদের বেতন ফি মওকুফ করা।

[৩] বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট ও প্রেসক্লাব হয়ে সচিবাবালয় গেটে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে গেলে পুলিশ বেরিক্যাড দিয়ে অবস্থান নেয়। বেরিক্যাড ভেঙে এগুতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। পরে সেখানেই অস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচিজ শেষ করেন।

[৪] সমাবেশে ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ) সভাপতি মাসুদ রানা বলেন, শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছাড়া কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যকর চলছে না। এতে ভায়বহ বিপর্যয়ের মুখে পড়েছে দেড় কোটি শিক্ষার্থীর শিক্ষাজীবন।

[৫] সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (বাসদ) সভাপতি আল কাদেরি জয় বলেন, এটা আসলে কোনও শিক্ষামন্ত্রী না, এই মন্ত্রীকে বলা উচিৎ সার্কাস মন্ত্রী। সার্কাস মন্ত্রী হিসেবে দীপু মনি জনগণের যে শিক্ষার অধিকার, ছাত্রদের যে শিক্ষার অধিকার তা নিয়ে সার্কাস খেলছেন। শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে একের পর এক তারিখ ষোষণা করছেন।

[৬] মিছিলে 'ভোট চলে, সংসদ চলে, শিক্ষাপ্রতিষ্ঠানে করোনা ধরে,' 'অচল ক্যাম্পাস সচল কর, শিক্ষাজীবন রক্ষা করো' ইত্যাদি শ্লোগান দিতে থাকেন নেতা-কর্মীরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়