শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০১:৪১ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যর্থ হয়ে গৃহবধূর বাড়িতে গিয়ে ধর্ষণ ও হত্যার হুমকি

মো.ইউসুফ মিয়া : [২] রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আগপোটরা মাঠে এক গৃহবধুকে পাটক্ষেতে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে মারধোর করাসহ হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।

[৩] সোমবার বিকালে বালিয়াকান্দি থানায় নি‌জে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ।

[৪] ভুক্তভোগী অভিযোগ করে বলেন, গত ১০ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জঙ্গল ইউনিয়নের আগপোটরা মাঠের পা‌শের পাটক্ষেতে ঘাস কাটতে গেলে উপজেলার জঙ্গল ইউনিয়নের আগপোটরা গ্রামের মৃত বসন্ত সিংহের ছেলে কার্ত্তিক চন্দ্র সিংহ (৫০) পিছন থেকে এসে ঝাপটে ধরে। জোড়পুর্বক কাপড় চোপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। সে সময় জোরে চিৎকার করলে মাঠে থাকা অন্যান্য লোকজন এগিয়ে আসলে কিল, ঘুষি, লাথি মেরে পাট‌খে‌তে ফে‌লে যাবার সময় হুমকি দেয় যে এ ব্যাপা‌রে য‌দি কোনো ব্যা‌ক্তির কা‌ছে কিছু ব‌লিশ মে‌রে ফেলবো আর তোর বাড়ীতে গিয়ে তোকে ধর্ষণ করবো। বাধা দিতে কেউ আস‌লে তাকেও হত্যা করবো।

[৫] বিষয়টি পারিবারিকভাবে আলাপ আ‌লোচনা করার পর সোমবার বিকালে সেই গৃহবধূ বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

[৬] বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ ক‌রে অ‌ভিযুক্ত‌কে দ্রুত সম‌য়ের ম‌ধ্যে বিচা‌রের আওতায় আনা হ‌বে এলাকায় এ ধর‌নের জঘণ্য কাজগু‌লো আর যে কেউ না ক‌রে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়