শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিনে অর্ধশতের বেশি নারী ফেসবুকে হয়রানির শিকার

বিপ্লব বিশ্বাস: [২]সাইবার অপরাধের শিকার নারীরা। অনলাইন প্লাটফর্মে সবচেয়ে বেশি বিপন্নও নারী। গত ৬ মাসে প্রতিদিন ৫০টির বেশি অভিযোগ এসেছে পুলিশের সাইবার সাপোর্ট ফর উইমেনের ফেসবুক পেজে। ১৬ থেকে ২৪ বছর বয়সী নারীই সাইবার অপরাধের শিকার সবচেয়ে বেশি।

[৩]অভিযোগের একটি বড় অংশের অভিযোগ ফেসবুক সংক্রান্ত৷ যার মধ্যে আইডি হ্যাক থেকে শুরু করে সুপার ইম্পোজ ছবি এবং পর্নোগ্রাফির মতো ভয়াবহ অভিযোগও রয়েছে৷ এবার এসব নারীদের নিরাপত্তা দিতে নতুন অ্যাপ- ঈগল বিডি চালু করতে যাচ্ছে পুলিশ, যা চলবে ইন্টারনেট সংযোগ ছাড়াই।

[৪]কলেজে পড়ার সময় একটি মেয়ের সম্পর্ক হয় উপরের ক্লাসের এক সহপাঠির সঙ্গে। সম্পর্কের ইতি টানলে টিউলিপের ব্যক্তিগত কিছু ভিডিও ফুটেজ সে ছড়িয়ে দেয় অনলাইনে। এছাড়া ছবি দিয়ে আপত্তিকর কনটেন্ট বা ফেক আইডিও খোলা হচ্ছে নিয়মিত। ফোন নম্বর ছড়িয়ে দেওয়া, সাইবার বুলিং এখন স্বাভাবিক ঘটনা। তবে, হয়রানির শিকার হলেও ভুক্তভোগীদের ৩০ শতাংশই এর বিরুদ্ধে কীভাবে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হয় সে বিষয়ে জানেন না। বাকীদের মধ্যে ২৫ শতাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেও কোনো লাভ হবে না ভেবে অভিযোগ করেন না

[৫]এক্ষেত্রে প্রতিকারের উপায় নিয়ে স্বচ্ছ ধারণার অভাব এবং লোকলজ্জা ও ভয়-ভীতিকে প্রধান কারণ হিসেবে দায়ী করা হয়েছে। এতে একদিকে যেমন নারীরা প্রতারণার শিকার হচ্ছেন, তেমনি ব্ল্যাক-মেইল ও হুমকির কারণে তাদের ব্যক্তিগত জীবন দুর্বিষহ হয়ে পড়ছে৷ এসব সমস্যা কাটিয়ে উঠতে নারী সদস্যদের নিয়ে বিশেষ ইউনিট করে পুলিশ।

[৬]এবিষয়ে পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার খালেদা আক্তার বলেন, গত ৬ মাসে তাদের ফেইসবুক পেইজে অভিযোগ এসেছে ৮ হাজার ৮শ ২৪টি। যা দিনে প্রায় ৫০টির মতো। এখন কর্মজীবী নারীর রাতে বাড়ি ফেরা ও শিশু-কিশোরদের নিরাপত্তা দিতেই তৈরি হচ্ছে পুলিশের নতুন অ্যাপ ঈগল বিডি। প্রাথমিকভাবে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে নিবন্ধন করে এটি ব্যবহার করতে পারবেন নারী-শিশুরাই।

[৭]পুলিশ বলছে, ১৬ থেকে ২৪ বছর বয়সী নারীই সাইবার অপরাধের শিকার হন সবচেয়ে বেশি। আর ৭৩ ভাগ নারী শিকার হন সাইবার বুলিংয়ের। বাংলাদেশে ২০০৬ সালে প্রথম সাইবার অপরাধ প্রতিরোধ আইন (আইসিটি অ্যাক্ট) প্রণয়ন করা হয়৷ এরপর ২০১৩ সালে এই আইন সংশোধন করা হয়। সে বছর ঢাকায় স্থাপন করা হয় দেশের একমাত্র সাইবার ট্রাইব্যুনালটি।

[৮]এই আইনে কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও তোলা এবং তা প্রকাশ করার অপরাধে ১০ বছর কারাদণ্ড এবং অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয়ার বিধান রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়