শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৩ জুন, ২০২১, ০৪:০৫ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২১, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহসান হাবিব : নিজেকে নিয়ে লেখে এমন মানুষ প্রায় চোখেই পড়ে না, কেন?

আহসান হাবিব : প্রায় সব মানুষকে দেখছি অপরকে নিয়ে লেখে, মন্তব্য করে। বলে কিছু মানুষ আছে এমন কিংবা তেমন ইত্যাদি। অথচ নিজেকে নিয়ে লেখে এমন মানুষ প্রায় চোখেই পড়ে না। কেন? আমার মনে হয় নিজেকে সব মানুষ সেরা ভাবে। গলির পুচকে ছোড়াটাকেও দেখি ডারউইনকে বানরের বাচ্চা বলে গালি দিচ্ছে। ফুটপাতের চায়ের আড্ডায় মার্ক্সকে গালি দিচ্ছে শালা নাস্তিক বলে।

দুদিনের পোলা, এখনো বাপের হোটেলে খায়, এমন মূষিক শেখ মুজিবকে বলছে, আত্মসমর্পণকারী! এখনো মায়ের বুকের দুধ খাচ্ছে, এমন নালায়েক রবীন্দ্রনাথকে বলছেÑ কবিতা লিখতে জানতেন না। এমন অজস্র। অথচ নিজের বলবার মতো কিছু নেই, ফুটো কলসি। তবে হ্যাঁ, মানুষ সব সময় অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে চায়। যখন সে দেখে সে অন্যের তুলনায় কুয়োর ব্যাঙ, তখন লাফাতে থাকে। আবার অন্য কেউ যখন তার সম্পর্কে কিছু বলে, তখন তাকে ধুয়ে দেয়, অবশ্য প্রশংসা হলে মোমের মতো গলে যায়।

প্রতিটি আদর্শ অন্য আদর্শকে হীন বা ঊণ মনে করে। প্রতিটি ধর্ম মনে করে তার ধর্মই সেরা। যে নিজে মানসিক অবসাদগ্রস্ত, দেখি সেও অন্যকে মানসিক স্বাস্থ্য নিয়ে উপদেশ দেয়। আবার নিজের সমস্যায় জর্জরিত, দেখি সে অন্যের সমস্যা এক মিনিটের মধ্যে সমাধান করে দিচ্ছে।

কোনো রাজনৈতিক দল নিজের ইশতেহার নিয়ে, ভুলভ্রান্তি নিয়ে কথা বলতে শুনি না। এক দল আর এক দলের মুণ্ডপাত করে চলেছে। অথচ নিজেরা লবডঙ্ক। পরচর্চা ছাড়া নিজেকে নিয়ে কোনো কথা নেই, কোনো আত্মসমালোচনা নেই। হয়তো আমিও সেই দলে।

লেখক : উপন্যাসিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়