শরীফ শাওন: [২] বাংলাদেশের পোশাক খাতে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক পরিবেশবান্ধব গ্রীন ফ্যাক্টরি রয়েছে জানান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, এখন পর্যন্ত ১৪৩টি কারখানা USGBC থেকে LEED সার্টিফিকেট অর্জন করেছে।
[৩] শনিবার ওয়েবিনারে ফারুক হাসান বলেন, বর্তমানে ৪১টি প্লাটিনাম কারখানা রয়েছে। সার্টিফিকেট প্রাপ্তির তালিকায় রয়েছে আরও ৫০০টি কারখানা। এই অর্জন আমাদের উদ্যোক্তাদের উদ্যোগ, দূরদর্শীতা ও প্রবল ইচ্ছা থাকায় সম্ভব হয়েছে।
[৪] বিজিএমইএ সবুজ শিল্পায়নের পথ মসৃন করতে বিভিন্ন কর্মসূচী চালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা IFC এর সঙ্গে একটি প্রোগ্রাম বাস্তবায়ন করছি। যেখানে পানি ও সম্পদের সুষ্ঠ ব্যবহার, দূষণ নিয়ন্ত্রণ, অপচয় রোধ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন কাউন্সিলিং দেওয়া হচ্ছে। এছাড়াও GIZ এর সাথে TREES Project বাস্তবায়ন করেছি, যেখানে প্রায় ১৮টি কারখানায় পরিবেশগত মানোন্নয়নের পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধিতে অগ্রগতি হয়েছে।
[৫] সম্প্রতি বিজিএমইএ পৃথিবীর প্রথম ট্রেড এসোসিয়েশন হিসেবে USGBC’র ‘2021 leadership awards’ পেয়ে সম্মানিত হয়েছে জানিয়ে ফারুক হাসান বলেন, সংগঠনটি পরিবেশবান্ধব শিল্পায়ন সহজ করতে সরকারের সঙ্গে পলিসি এডভোকেসির কাজ নিষ্ঠার সঙ্গে চালিয়ে যাচ্ছে।
[৬] ওয়েবিনারে ফারুক হাসান জানান, বিজিএমইএ জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈশ্বিক প্লাটফর্ম UNFCCC তে সাক্ষর করেছে, যেখানে আমরা ২০৩০ সাল নাগাদ পোশাক শিল্পের কার্বন নি:সরণ মাত্রা ৩০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছি।
[৭] প্রধানমন্ত্রীকে ধণ্যবাদ জানিয়ে বলেন, সরকার কর্তক গ্রীন ট্রান্সফরমেশন ফান্ড ও টেকনোলজির আপগ্রেডেশন প্রণয়ন করা হয়েছে যা দেশব্যাপী সবুজ শিল্পায়নের বিপ্লবকে আরও বেগবান করেছে।