শিরোনাম
◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা?

প্রকাশিত : ১২ জুন, ২০২১, ১১:৫১ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২১, ০১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুনের তৃতীয় সপ্তাহে করোনা সংক্রমণের মাত্রা আরো বাড়তে পারে: ড. সমীর কুমার সাহা

শিমুল মাহমুদ: [২] অনুজীব বিজ্ঞানী ডা. সমীর কুমার সাহা বলেন, বর্তমান পরিস্থিতি জানান, সামনে করোনা সংক্রমণ আরো বাড়বে। মূলত সংক্রমণ বৃদ্ধি নির্ভর করে আমরা কিভাবে কাজ করছি। ইউনিয়ন বা গ্রামে শুধু প্রশাসন দিয়ে সচেতনতা বাড়ালেই চলবে না। নিজেদের মধ্যে এবং সামাজিকভাবে উদ্যোগ নিতে হবে।

[৩] তিনি বলেন, দেশের সব অঞ্চলের আবার এ হার সমান নয়। বাংলাদেশ বিষয়ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাপ্তাহিক প্রতিবেদন বলছে, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা, নড়াইল, লালমনিরহাট, ঝিনাইদহ, রাজবাড়ি, মেহেরপুর, মাগুরা, খাগড়াছড়ি সংক্রমণ ছড়ানোর হার ১.৭৫ এর বেশি। প্রতি দশ জন রোগীর কাছ থেকে নতুন করে ১৮ জনের বেশি মানুষ আক্রান্ত হচ্ছে।

[৪] এছাড়া পঞ্চগড়, শেরপুর, পিরোজপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ঝালকাটি, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, নোয়াখালী জেলা সংক্রমণের হার ১.৫১ থেকে ১.৭৫। দশ জনে আক্রান্ত হচ্ছে ১৫ থেকে ১৭ জন।

[৫] ড. সমীর কুমার সাহা বলেন, মোট কথা আমাদের কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। সবসময় মাস্ক পরে চলতে হবে। কারণ স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে সংক্রমণের ঝুঁকি থাকবেই। একইসঙ্গে ভ্যাকসিনও নিতে হবে যেন সংক্রমণের পর স্বাস্থ্যঝুঁকির মাত্রা কমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়