শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১১ জুন, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে সাংসদ একরামুলসহ ৯৬ জনের বিরুদ্ধে কাদের মির্জার জিডি

অহিদ মুুকুল : [২] নোয়াখালী-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

[৩] বৃহস্পতিবার বিকেলে কাদের মির্জা বাদী হয়ে থানায় ওই সাধারণ ডায়েরি করেন। জিডিতে কাদের মির্জা আসামিদের বিরুদ্ধে তাঁকে বিদেশে ও তাঁর নেতা-কর্মীদের দেশে হত্যা ও লাশ গুমের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।

[৪] কাদের মির্জার জিডিতে ২ নম্বর আসামি করা হয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানকে (বাদল)।

[৫] এছাড়া ওই জিডিতে কাদের মির্জার দুই ভাগনে ফখরুল ইসলাম ওরফে রাহাত ও মাহবুবুর রশিদ ওরফে মঞ্জুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ জ ম পাশা চৌধুরী ওরফে রুমেল এবং স্থানীয় দুই সাংবাদিক প্রশান্ত সুভাস চন্দ ও হাসান ইমাম রাসেলকেও আসামি করা হয়েছে।

[৬] থানায় জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ। তিনি বলেন, কাদের মির্জার অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

[৭] জিডিতে তিনি উল্লেখ করেন, শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। এরই মধ্যে গোপন সূত্রে জানতে পারেন, ৫ জুন আমেরিকার স্থানীয় সময় রাত ১০টায় আমেরিকায় ৮ নম্বর আসামি আল-আমিনের বাসায় ৭-১৫ নম্বর আসামি এবং বাংলাদেশ সময় ৬ জুন সকাল আটটায় নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুরে সাংসদ একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে তাঁর বাসায় মিজানুর রহমান (বাদল), ফখরুল ইসলাম ও মাহবুবুর রশিদ ওরফে মঞ্জু, খিজির হায়াত খান, আ জ ম পাশা চৌধুরী ওরফে রুমেল গোপন বৈঠক করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

[৮] জিডিতে উল্লেখ করা হয়, গোপন বৈঠকে তাঁরা সিদ্ধান্ত নেন আমেরিকায় গেলে তাঁকে সেখানকার কালাইয়্যাদের (কৃষ্ণাঙ্গ) ভাড়া করে হত্যার পর লাশ গুম করা হবে এবং দেশে তাঁর ত্যাগী নেতা-কর্মীদের ওপর হামলা ও তাঁদের হত্যা করার নীলনকশা তৈরি করা হয়। এ জন্য দুই কোটি টাকা খরচের বাজেট করা হয়।

[৯] কাদের মির্জা জিডিতে অভিযোগ করেন, ৯ জুন তাঁর ভাগনে মাহবুবুর রশিদের বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসায় বৈঠক করে তাঁর অনুসারীদের ওপর হামলা, খুন, গুমসহ বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

[১০] কাদের মির্জার জিডির বিষয়ে বক্তব্য জানার জন্য সাংসদ একরামুল করিম চৌধুরী মুঠোফোনে শুক্রবার সকাল সাড়ে ১০টায় একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। তাই এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। একই বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বলেন, কাদের মির্জার কোনো অভিযোগই আজ পর্যন্ত সত্য প্রমাণিত হয়নি। উনি সারাক্ষণ মিথ্যা নিয়ে থাকেন। এখন তিনি যেসব অভিযোগ তুলেছেন এগুলো সবই কাল্পনিক।

[১১] এ ছাড়া কাদের মির্জার ভাগনে মাহবুবুর রশিদ তাঁদের নামে থানায় কাদের মির্জার জিডির বিষয়ে বলতে গিয়ে বলেন, ‘উনি (কাদের মির্জা) উনার বড় ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভাবি ইশরাতুন্নেসা কাদের, শীর্ষ পর্যায়ের আমলাসহ অনেকের বিরুদ্ধে ইতিপূর্বে হত্যার ষড়যন্ত্র, হত্যার জন্য টাকা দেওয়ার অভিযোগ করেছেন। কিন্তু তিনি এখন পর্যন্ত মরেননি। অনেক আমলা এরই মধ্যে অবসরেও চলে গেছেন।’

[১২] মাহবুবুর রশিদ বলেন, আসল কথা হলো কাদের মির্জা মানি লন্ডারিং করে আমেরিকা যাওয়ার পথে বিমানবন্দরে ইমিগ্রেশনে ধরা পড়েছেন। সেখান থেকে ইমিগ্রেশনের কর্মকর্তারা তাঁকে ফেরত পাঠিয়েছেন। তাছাড়া তিনি সিলেটের একটি উন্নয়নকাজের ঠিকাদারি পাইয়ে দেওয়ার জন্য ধান্দা করতে না পেরে এখন উল্টাপাল্টা অভিযোগ করছেন। তাঁর সব অভিযোগই মিথ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়