শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আয়লাপাতাকাটায় আ.লীগ প্রার্থীর সমর্থকদের দোকান বাড়িঘর ভাংচুর ও হামলা, আহত ৪

মোঃ সাগর আকন: [২] বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন ও তার সমর্থকদের বিরুদ্ধে দলীয় প্রার্থীর সমর্থকদের দোকান বাড়িঘর ভাংচুর ও হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

[৩] জানা যায়, নৌকার বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেনের নেতৃত্বে বুধবার (৯ জুন) রাত ১১ টায় আয়লা পাতাকাটা ইউনিয়নের সোনার বাংলা বাজারে অতর্কিত হামলা চালায় তার সমর্থকরা। এতে কমপক্ষে ৭টি দোকান ভাংচুর করে নগদ ৬ লাখ টাকা নিয়ে যায় এবং এতে ৪ জন আহত হয়। গভীর রাতে জাহাঙ্গীর হাওলাদার বাড়ী রামদা ছেনা ও চল নিয়ে হামলা করে ঘরে ঢুকে দুইজন নারী হাওয়া এবং ফিরোজাক কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করে ঘোড়ার মার্কার সমর্থকরা। ওই রাতেই আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯ টায় পাতাকাটা গ্রামে ঘোড়া মার্কার লোকজন রামদা ছেনা নিয়ে পুনরায় হামলা করে। এতে নৌকার মার্কার সমর্থক ছগির নামে একজন আহত হন।

[৪] এব‍্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ‍্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু বলেন, ঘোড়া মার্কার প্রার্থী মোশারফ হোসেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের মদদে তার ছোট ভাই নৌকার কর্মিদের উপর এই হামলা চালায়। এখন এলাকার জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে পরেছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে নির্বাচন করা সম্ভব নয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

[৫] দোকান ও বাড়িঘর ভাংচুর ও হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেন ঘোড়া মার্কার প্রার্থী মোশারফ হোসেন।

[৬] বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. তরিকুল ইসলাম বলেন, দোকান বাড়িঘর ভাংচুর ও হামলা চালানোর কোনো অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত আসেনি অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষ আমি আইনগত ব‍্যাবস্থা নিবো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়