শিরোনাম
◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার!

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আয়লাপাতাকাটায় আ.লীগ প্রার্থীর সমর্থকদের দোকান বাড়িঘর ভাংচুর ও হামলা, আহত ৪

মোঃ সাগর আকন: [২] বরগুনা সদর উপজেলার ৫নং আয়লা পাতাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেন ও তার সমর্থকদের বিরুদ্ধে দলীয় প্রার্থীর সমর্থকদের দোকান বাড়িঘর ভাংচুর ও হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

[৩] জানা যায়, নৌকার বিদ্রোহী প্রার্থী মোশারফ হোসেনের নেতৃত্বে বুধবার (৯ জুন) রাত ১১ টায় আয়লা পাতাকাটা ইউনিয়নের সোনার বাংলা বাজারে অতর্কিত হামলা চালায় তার সমর্থকরা। এতে কমপক্ষে ৭টি দোকান ভাংচুর করে নগদ ৬ লাখ টাকা নিয়ে যায় এবং এতে ৪ জন আহত হয়। গভীর রাতে জাহাঙ্গীর হাওলাদার বাড়ী রামদা ছেনা ও চল নিয়ে হামলা করে ঘরে ঢুকে দুইজন নারী হাওয়া এবং ফিরোজাক কুপিয়ে এবং পিটিয়ে মারাত্মক জখম করে ঘোড়ার মার্কার সমর্থকরা। ওই রাতেই আহতদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৯ টায় পাতাকাটা গ্রামে ঘোড়া মার্কার লোকজন রামদা ছেনা নিয়ে পুনরায় হামলা করে। এতে নৌকার মার্কার সমর্থক ছগির নামে একজন আহত হন।

[৪] এব‍্যাপারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ‍্যাডভোকেট এম. মজিবুল হক কিসলু বলেন, ঘোড়া মার্কার প্রার্থী মোশারফ হোসেন বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের মদদে তার ছোট ভাই নৌকার কর্মিদের উপর এই হামলা চালায়। এখন এলাকার জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে পরেছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার না করলে নির্বাচন করা সম্ভব নয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

[৫] দোকান ও বাড়িঘর ভাংচুর ও হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেন ঘোড়া মার্কার প্রার্থী মোশারফ হোসেন।

[৬] বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. তরিকুল ইসলাম বলেন, দোকান বাড়িঘর ভাংচুর ও হামলা চালানোর কোনো অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত আসেনি অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষ আমি আইনগত ব‍্যাবস্থা নিবো। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়