শিরোনাম
◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৯:২৫ সকাল
আপডেট : ১০ জুন, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তারকার মেলায় যে সব তারকা ইউরো কাপ মাতাবেন

স্পোর্টস ডেস্ক : [২] আগামী ১২ জুন থেকে শুরু হতে যাওয়া ইউরো ফুটবলে সময়ের সেরা সব তারকা ফুটবলাররা নিজ নিজ দেশের হয়ে লড়াইয়ে নামবেন। এবারের আসরে বাজিমাত করতে পারেন, এমন তারকা রয়েছেন বেশ কয়েকজন। এক নজরে দেখে নেওয়া যাক এমন কিছু তারকার নাম-

[৩] ক্রিশ্চিয়ানো রোনালদো -
বয়স ৩৬, ইউরোয় এটাই তার শেষ আসর বলা যায়। রজার মিলারের পদাঙ্ক মেনে যদিও ৪০ বছর বয়সে ২০০৪-এর ইউরো খেলেনও, পুরো ৯০ মিনিট নয় হবে আরও কম। তবে এই প্রশ্ন তোলা থাকল, আপাতত বর্তমানেই থাকা যাক। বড় আসরগুলোতে সেরা তারকাদের ওপর নজর থাকে যেমন চাপও থাকে তেমন। তাদের জন্য ভালো কিছু করাও কঠিন করে তোলে বিপক্ষ। সবশেষ ইউরোতে দল জিতলেও রোনালদো করেছিলেন মাত্র ৩ গোল।

[৪] এবার পরিস্থিতিও ভিন্ন, রোনালদো একাই নন তার দলে। ব্রুনো ফার্নান্দেজ, রিকার্দো কুয়ারেসমা, বার্নার্দো সিলভাসহ তরুণ প্রতিভাবান ফুটবলার আছেন দলটিতে। তবু রোনালদো তার আসনেই থাকবেন। জুভেন্টাসের হয়ে এই মৌসুমে সর্বোচ্চ ৩৬ গোলের কৃতিত্ব গড়েছেন। এছাড়া আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার দৌড়ে ইরানের আলি দাইয়ের (১০৯) চেয়ে মাত্র ৬ গোল পেছনে রোনালদো।

[৫] রবার্ট লেভানডোস্কি -
দুর্দান্ত ছন্দ আর ফর্ম নিয়ে এই আসর শুরু করছেন পোল্যান্ড স্ট্রাইকার রবার্ট লেভানডোস্কি। বায়ার্ন মিউনিখের হয়ে কদিন আগেই বুন্দেসলিগায় ভেঙেছেন গার্ড মুলারের রেকর্ড। জার্মান কিংবদন্তি বায়ার্নের হয়ে এক মৌসুমে ৪০ গোল করেছিলেন। লেভা ২৯ ম্যাচে করছেন ৪১ গোল।

[৬] করোনার ধাক্কা না থাকলেও গতবারের ব্যালন ডি অর-ও নিশ্চিতভাবেই জিততে এই পোলিশ। তবে সেই আক্ষেপ মেটাতে পারেন ইউরো দিয়ে। এই আসরে দারুণ কিছু করলে গতবারের না পাওয়ার আক্ষেপ মিটে যেতে পারে লেভার জন্য। বড় আসরে জ্বলে উঠতে পারেননি তিনি। যেমন গত ইউরোতে মাত্র ১ গোল করেছিলেন। এবার এই গেরো কাটিয়ে উঠতে চাইবেন লেভা।

[৭] করিম বেনজেমা-
এবারের ইউরোর আগে সম্ভবত সেরা খবরটি ছিল করিম বেনজেমার ফ্রান্স দলে ফেরা। ২০১৫ সালের পর থেকে জাতীয় দল ব্রাত্য এই স্ট্রাইকার আবারও বড় মঞ্চে ফিরছেন। সবশেষ ২০১৪ বিশ্বকাপ খেলেছিলেন বেনজেমা। এরপর সাড়ে ৫ বছরের অপেক্ষা। তবে ক্যারিয়ারের সেরা ফর্ম নিয়েই জাতীয় দলে ফিরেছেন এই ফরাসি। গত তিন মৌসুম ধরে রিয়াল মাদ্রিদের সেরা স্কোরার হয়েছেন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩০ গোল। তাই ফিরে আসার মঞ্চ ইউরোকে নিজের মতো করে সাজাতে চাইবেন বেনজেমা। রিয়াল তারকার ফিরে আসায় আগে থেকেই ফেভারিট বর্তমান রানার্সআপ ফ্রান্সের শিরোপা জয়ের সম্ভাবনা অনেকাংশে বেড়েছে।

[৮] রোমেলু লুকাকু -
দু’বছরেরও বেশি সময় ধরে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ দল বেলজিয়াম। আশির দশকের অন্যতম সেরা ফুটবল শক্তিকে যারা এই উচ্চতায় তুলেছেন তাদের একজন রোমেলু লুকাকু। দেশের ৯৩ ম্যাচে ৬০ গোল করে বেলজিয়ামের সর্বোচ্চ গোলস্কোরার হয়ে গেছেন ইতিমধ্যেই। লেভানডোস্কি, বেনজেমাদের মতো ক্যারিয়ারের সেরা ফর্মে থেকে ইউরো শুরু করতে যাচ্ছেন লুকাকু-ও।

[৯] ২৮ বছর বয়সী এ স্ট্রাইকার দশ বছর পর ইন্তার মিলানের লিগ শিরোপা জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। লিগে দলের পক্ষে করেছেন সর্বোচ্চ ২৪ গোল আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০টি। ২০১৮ বিশ্বকাপে বেলজিয়ামের তৃতীয় হওয়ার পেছনে লুকাকুর অবদান ছিল চার গোল। এবারের ইউরো বাছাইয়ে ৫ ম্যাচেই করেছেন ৭ গোল। এবার মূল আসরে ঝলকের অপেক্ষা।

[১০] হ্যারি কেইন-
ইংল্যান্ড দলে স্ট্রাইকারদের নেতা হ্যারি কেইনের ইউরো ফল হতাশাজনক হতে পারে। টটেনহ্যাম হটস্পার তারকাকে নতুন মৌসুমে নতুন দল হাতছানি দিচ্ছে। কিন্তু সেই চিন্তা ইউরোর মধ্যে আনলেই নিজের ও ইংল্যান্ডের সর্বনাশ। তাই ক্লাব চিন্তা বাদ দিয়ে ইউরো নিয়ে ভাবতে হবে কেইন-কে। ফিরিয়ে আনতে হবে ২০১৮ বিশ্বকাপের পারফরম্যান্স।

[১১] ৬ গোল দিয়ে আসরের সেরা গোলদাতা হয়েছিলেন। এবারের ইউরো বাছাইপর্বে ১২ গোল করে সর্বোচ্চ গোলস্কোরার হয়েছেন। এছাড়া সদ্য শেষ হওয়া মৌসুমে হতাশাজনক পারমফর্ম করা স্পার্সদের হয়ে ২৩ গোল করেছেন। - গোল ডটকম/ দেশরূপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়