শিরোনাম
◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক ◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিলে গাঁজা ফ্রি

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রে নাগরিকদের ভ্যাকসিন নিতে উৎসাহ দিতে নতুন এ নিয়ম চালু করল বাইডেন প্রশাসন। ভ্যাকসিন নিলেই মিলবে বিনামূল্যে গাঁজা। ওয়াশিংটনে সম্প্রতি নাগরিকদের এমন প্রস্তাব দেওয়া হচ্ছে। ওষুধের দোকানগুলিতে এই নিয়ম চালু করা হয়েছে। বলা হয়েছে, ভ্যাকসিন নিতে এলে বিনামূল্যে একটি করে গাঁজা পাবেন ক্রেতারা। তবে অবশ্যই তার জন্য বয়সের মাপকাঠি খেয়াল রাখতে হবে। ২১ বছর বা তার বেশি বয়সিরাই গাঁজা পাবেন দোকান থেকে।ওয়াশিংটনে মারিজুয়ানা বিক্রি বৈধতা পেয়েছিল ২০১২ সালে। ওয়াশিংটনে আপাতত টিকাকরণে হার কমে এসেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সেখানে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন মাত্র ৫৪ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক। গত মাসে বার এবং মদের দোকানগুলিতেও এই ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, ভ্যাকসিন নিতে এলেই বিনামূল্যে মদ খেতে পারবেন ক্রেতারা। আপাতত ১২ জুলাই পর্যন্ত এই গাঁজার সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। ক্যালিফোর্নিয়াতে চালু হয়েছে ভ্যাকসিন লটারি। যেখানে ভ্যাকসিন নিলে নগদ টাকা কিংবা কলেজের স্কলারশিপ দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন দোকানে ভ্যাকসিন নিলে বিনামূল্যে জিনিসও দেওয়া হচ্ছে বলে খবর। খেলার টিকিট, বিমানের টিকিট এমনকি বিনামূল্যে বিয়ারও দিচ্ছেন কেউ কেউ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন আগামী ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই পরিসংখ্যান রয়েছে ৬৩.৭ শতাংশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়