শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ০২:৩০ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ০২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নিলে গাঁজা ফ্রি

রাশিদ রিয়াজ : যুক্তরাষ্ট্রে নাগরিকদের ভ্যাকসিন নিতে উৎসাহ দিতে নতুন এ নিয়ম চালু করল বাইডেন প্রশাসন। ভ্যাকসিন নিলেই মিলবে বিনামূল্যে গাঁজা। ওয়াশিংটনে সম্প্রতি নাগরিকদের এমন প্রস্তাব দেওয়া হচ্ছে। ওষুধের দোকানগুলিতে এই নিয়ম চালু করা হয়েছে। বলা হয়েছে, ভ্যাকসিন নিতে এলে বিনামূল্যে একটি করে গাঁজা পাবেন ক্রেতারা। তবে অবশ্যই তার জন্য বয়সের মাপকাঠি খেয়াল রাখতে হবে। ২১ বছর বা তার বেশি বয়সিরাই গাঁজা পাবেন দোকান থেকে।ওয়াশিংটনে মারিজুয়ানা বিক্রি বৈধতা পেয়েছিল ২০১২ সালে। ওয়াশিংটনে আপাতত টিকাকরণে হার কমে এসেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত সেখানে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন মাত্র ৫৪ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক। গত মাসে বার এবং মদের দোকানগুলিতেও এই ব্যবস্থা ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, ভ্যাকসিন নিতে এলেই বিনামূল্যে মদ খেতে পারবেন ক্রেতারা। আপাতত ১২ জুলাই পর্যন্ত এই গাঁজার সুবিধা পাওয়া যাবে বলে জানা গেছে। ক্যালিফোর্নিয়াতে চালু হয়েছে ভ্যাকসিন লটারি। যেখানে ভ্যাকসিন নিলে নগদ টাকা কিংবা কলেজের স্কলারশিপ দেওয়া হচ্ছে। এছাড়া বিভিন্ন দোকানে ভ্যাকসিন নিলে বিনামূল্যে জিনিসও দেওয়া হচ্ছে বলে খবর। খেলার টিকিট, বিমানের টিকিট এমনকি বিনামূল্যে বিয়ারও দিচ্ছেন কেউ কেউ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন আগামী ৪ জুলাইয়ের মধ্যে দেশের ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে এই পরিসংখ্যান রয়েছে ৬৩.৭ শতাংশে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়