শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের আহ্বানে সাড়া? বিএনপি–জামায়াতের মধ্যে আলোচনা উদ্যোগ ◈ আজ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ◈ ভয়ানক অভিযোগ জাহানারার, তোলপাড় ক্রিকেটাঙ্গন (ভিডিও) ◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির!

প্রকাশিত : ০৯ জুন, ২০২১, ১১:৫৩ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২১, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১২ জুন ইউরো কাপ, অনেক গুলো রেকর্ড গড়ার সুযোগ রোনালদোর সামনে

স্পোর্টস ডেস্ক : [২] এই প্রতিযোগিতায় মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি রেকর্ডে নাম উঠে যাবে পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেই সঙ্গে আরো বেশ কিছু রেকর্ড গড়ারও সুযোগ থাকবে তার।
কোন কোন রেকর্ড সামনে রেখে ইউরো খেলতে নামছেন রোনালদো -

[৩] সব চেয়ে বেশি বার ইউরো কাপ খেলা -
ইতিমধ্যেই চার বার ইউরো কাপ খেলেছেন রোনালদো। লোথার ম্যাথুজ, লুকার পোডোলস্কির মতো একাধিক ফুটবলারের এই রেকর্ড রয়েছে। তবে বাকি সকলকে পিছনে ফেলে পঞ্চম বার ইউরো কাপ খেলতে যাচ্ছেন রোনালদো। রেকর্ড গড়া শুরু করবেন মাঠে নামার সঙ্গে সঙ্গেই। ২০০৪ সালে প্রথম বার ইউরো কাপে খেলেন সিআর সেভেন।

[৪] সব চেয়ে বেশি গোল -
ফ্রান্সের বিখ্যাত ফুটবলার মিসেল প্লাতিনির সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন রোনালদো। ইউরো কাপে একটা গোল করলেই তার ঝুলিতে চলে আসবে ১০টি গোল। টপকে যাবেন প্লাতিনিকে। ২০০৪ সালে প্রথম বার ইউরো কাপ খেলতে নেমে গোল পেয়েছিলেন রোনালদো। এ বারই হতে পারে তার শেষ ইউরো। সেখানে গোল করে এই রেকর্ড গড়তেই পারেন পর্তুগিজ তারকা।

[৫] অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি বার ইউরো কাপ জয় -
এই রেকর্ড গড়তে হলে একা রোনালদো নয়, পর্তুগাল দলেরও অবদান প্রয়োজন। স্পেনের গোলরক্ষক ইকর ক্যাসিয়াস এমন একজন অধিনায়ক যিনি ২ বার ইউরো কাপ জিতেছেন (২০০৮ এবং ২০১২)। পর্তুগাল ২০১৬ সালে ইউরো কাপ জিতেছে রোনালদোর নেতৃত্বে। এ বারও জিততে পারলে ক্যাসিয়াসের সঙ্গে এক সিংহাসনে বসবেন রোনালদো।

[৬] সব চেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরো ফাইনালে গোল-
১১ জুলাই ফাইনাল। সে দিন রোনালদোর বয়স হবে ৩৬ বছর ১৫৬ দিন। ফাইনালের সেই ম্যাচে গোল করলে সব চেয়ে বেশি বয়সে ইউরো ফাইনালে গোল করার রেকর্ড গড়বেন তিনি। কঠিন শোনালেও তা সহজ করার ক্ষমতা রাখেন রোনালদোই।

[৭] ইউরো কাপে হ্যাটট্রিক -
শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে ইউরো কাপে এখন পর্যন্ত কোনো হ্যাটট্রিক নেই পর্তুগিজ তারকার। এবারের প্রতিযোগিতায় সেই হ্যাটট্রিক কি করতে পারবেন রোনালদো? দেশের হয়ে ৯ বার হ্যাটট্রিক করলেও ইউরোতে একবারও সেই কীর্তি নেই তার। - গোল ডটকম/ দ্য সান/ দেশরূপান্তর

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়