শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৮ জুন, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২১, ০৪:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৯৯-এ কল, প্রসব যন্ত্রণায় অচেতন নারীকে হাসপাতালে নিল পুলিশ

রাজু চৌধুরী: [২] চট্টগ্রামের হালিশহর থানার নয়াবাজার বিশ্বরোড এলাকা থেকে প্রসব যন্ত্রণায় অচেতন অবস্থায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারীকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে ওই নারী একটি ছেলে সন্তান জন্ম দিয়েছেন। জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে নারীটিকে হালিশহর থানার এসআই সতেজ বড়ুয়া হাসপাতালে নিয়ে যান। ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার ছেলে সন্তান সুস্থ আছে।

[৩] নবজাতককে দেখাশোনার জন্য আপাতত স্থানীয় এক দম্পতির কাছে রাখা হয়েছে।
সোমবার বিকেল ৪টা ২০ মিনিটে ৯৯৯-এ একজন ফোন করে জানান, চট্টগ্রামের নয়াবাজার বিশ্বরোডের কাঁচা বাজারের সামনে মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব যন্ত্রণায় অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে বিষয়টি হালিশহর থানার মোবাইল ডিউটি করা এসআই সতেজ বড়ুয়াকে জানানো হয়। সতেজ বড়ুয়া ৯৯৯-এ কলকারী ব্যক্তি সুমনসহ অন্যদের সহায়তায় ওই নারীকে রাস্তা থেকে তুলে ব্র্যাক মেটারনিটি সেন্টারে ভর্তি করান। সেখানে বিকেল সাড়ে ৪টার দিকে ওই নারী একটি ছেলে সন্তান প্রসব করে।

[৪] পরে বাচ্চা ও মায়ের দেখাশোনা করার জন্য লাইটহাউজ কনসোর্টিয়াম এনজিওর কর্মী শারমিনকে সঙ্গে নেওয়া হয়। তাকে সঙ্গে নিয়ে বাচ্চা এবং বাচ্চার মায়ের স্বাস্থ্য পরীক্ষার জন্য আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের। পরে বাচ্চাটিকে দেখাশোনার জন্য স্থানীয় এক দম্পতির কাছে রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়