শিরোনাম
◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় চলমান রেডজোন ও লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি

কায়সার হামিদ:[২] কক্সবাজারের উখিয়ায় চলমান রেডজোন ও লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।রোববার রাতে (৬ জুন) উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের এক আদেশে এর মেয়াদ বাড়ানো হয়েছে। (৬ জুন) রাত ১২টা থেকে ১৩ জুন রাত ১২ টা পর্যন্ত রাজাপালং ইউনিয়নের ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে কঠোরভাবে এটি কার্যকর থাকবে।

[৩] উখিয়া সদরের রাজাপালং ইউনিয়নের পূর্বের ৪ টি ওয়ার্ডের পরিবর্তে তিনটি ওয়ার্ডকে অধিক করোনার প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।রোববার (৬ জুন) উখিয়ার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] তিনি বলেন, উখিয়ায় গত এক মাসে ৪০০ এর বেশী মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে রাজাপালং ইউনিয়নের ২ শতাধিক এবং ৫,৬ ও ৯ নং ওয়ার্ডে এ সংখ্যা শতাধিক।

[৫] এ কারণে ২৩ মে থেকে উপজেলার জনবহুল এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এরপরও থামছে না করোনার ঊর্ধ্বমুখী। এ কারণে সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যা বেশী দেখা যাওয়ায় এ তিনটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা দেয়া হয়েছে।

[৬] ইউএনও আরও বলেন, ‘লকডাউন ও কঠোর নিয়ন্ত্রণ চলাকালে কোভিড-১৯ বিষয়ক সরকারের সব বিধি নিষেধ, স্বাস্থ্য বিধি নিজেদের সুরক্ষার জন্য সব পর্যায়ে মানতে বাধ্য করা হবে। পুরো উপজেলায় এ নিয়ন্ত্রণ আগামী ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়