শিরোনাম
◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর ◈ জাতির প্রকৃত শক্তি শুধু সম্পদের মধ্যেই নয়: প্রধান উপদেষ্টা ◈ গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন শিগগিরই: ট্রাম্প ◈ জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পাইনি — উপদেষ্টা আসিফ মাহমুদ (ভিডিও) ◈ ক্ষুদ্র ইন্টারনেট অপারেটরদের বাজার থেকে হটাতে ডিডস আক্রমণ চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব ◈ হিন্দুদের কারো কারো ‘জামায়াতে যোগ দেওয়ার’ কারণ কী, তাদের নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে? ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে সি‌রি‌জে ২-১ এ এ‌গি‌য়ে গে‌লো আফগা‌নিস্তান ◈ গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত চলছে, ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে: মির্জা ফখরুল ◈ হংকং সি‌ক্সেস ক্রিকে‌টে শ্রীলঙ্কা‌কে ১৪ রা‌নে হারা‌লো বাংলাদেশ

প্রকাশিত : ০৭ জুন, ২০২১, ০২:৫৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২১, ০২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় চলমান রেডজোন ও লকডাউন আরো এক সপ্তাহ বৃদ্ধি

কায়সার হামিদ:[২] কক্সবাজারের উখিয়ায় চলমান রেডজোন ও লকডাউনের মেয়াদ আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে।রোববার রাতে (৬ জুন) উখিয়া উপজেলা নির্বাহী অফিসারের এক আদেশে এর মেয়াদ বাড়ানো হয়েছে। (৬ জুন) রাত ১২টা থেকে ১৩ জুন রাত ১২ টা পর্যন্ত রাজাপালং ইউনিয়নের ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে কঠোরভাবে এটি কার্যকর থাকবে।

[৩] উখিয়া সদরের রাজাপালং ইউনিয়নের পূর্বের ৪ টি ওয়ার্ডের পরিবর্তে তিনটি ওয়ার্ডকে অধিক করোনার প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।রোববার (৬ জুন) উখিয়ার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] তিনি বলেন, উখিয়ায় গত এক মাসে ৪০০ এর বেশী মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে রাজাপালং ইউনিয়নের ২ শতাধিক এবং ৫,৬ ও ৯ নং ওয়ার্ডে এ সংখ্যা শতাধিক।

[৫] এ কারণে ২৩ মে থেকে উপজেলার জনবহুল এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করে নিয়ন্ত্রণে রাখা হয়েছে। এরপরও থামছে না করোনার ঊর্ধ্বমুখী। এ কারণে সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যা বেশী দেখা যাওয়ায় এ তিনটি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা দেয়া হয়েছে।

[৬] ইউএনও আরও বলেন, ‘লকডাউন ও কঠোর নিয়ন্ত্রণ চলাকালে কোভিড-১৯ বিষয়ক সরকারের সব বিধি নিষেধ, স্বাস্থ্য বিধি নিজেদের সুরক্ষার জন্য সব পর্যায়ে মানতে বাধ্য করা হবে। পুরো উপজেলায় এ নিয়ন্ত্রণ আগামী ১৩ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়