শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ১১:৪৫ রাত
আপডেট : ০৬ জুন, ২০২১, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলে হয়েও মেয়ের কণ্ঠে প্রেম, বেরোবি’র চার শিক্ষার্থী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে আরেক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। তাদেরকে রোববার সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে মহানগরীর সর্দার পাড়া থেকে ৪ জনকে আটক করা হয়েছে। এরা হলো নীলফামারীর ডিমলা উপজেলার উত্তর খড়িবাড়ী এলাকার কলিমুদ্দীন মণ্ডলের পুত্র রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ৫ম ব্যাচের ছাত্র মানিক রহমান সাজু (২৭), পঞ্চগড় অটোয়ারীর মংলু চন্দ্রের পুত্র ও ইংরেজি বিভাগের ৫ম ব্যাচের ছাত্র দুলাল চন্দ্র (২৭), লালমনিরহাটের কালীগঞ্জের পুলিন চন্দ্রের পুত্র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৭ম ব্যাচের ছাত্র জগত পতি (২৬) এবং লালমনিহাটের হাতিবান্ধার দক্ষিণ জাওরানী এলাকার বারেক মিয়ার পুত্র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র শাহ আলম সাদেক (২৬)।

ওসি আরও জানায়, গ্রেফতারকৃতরা ফেসবুকে সিনথিয়া নামে একটি অ্যাকাউন্ট খুলে নীলফামারী জেলার ডিমলার খগাখরিবাড়ি এলাকার খোকরুজ্জামান মিয়ার পুত্র রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র আসাদুজ্জামানকে (২৬) প্রেমের ফাঁদে ফেলেন। দীর্ঘদিন থেকে তার সঙ্গে মেয়ে কণ্ঠে কথা বলে আসছিল। এরই একপর্যায়ে শনিবার দুপুরে দেখা করার কথা বলে আসাদুজ্জামানকে রংপুর কারমাইকেল কলেজ ক্যাম্পাসে ডেকে আনে। এরপর ৬/৭ জন মিলে আসাদুজ্জামানকে কৌশলে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। নিরুপায় হয়ে আসাদুজ্জামান পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে প্রথমে ২৩ হাজার টাকা বিকাশের মাধ্যমে এনে দেয়।

এরপর তারা একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে তাকে ছেড়ে দেয়। ছাড়া পেয়ে আসাদুজ্জামান বিষয়টি পুলিশে জানালে অপহরণকারীদের মধ্যে চারজন কে সর্দারপাড়া থেকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ভুক্তভোগী আসাদুজ্জামান বাদী হয়ে অপহরণকারীদের বিরুদ্ধে মামলা করেছে।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে। এর সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে।

সূত্র- যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়