শিমুল মাহমুদ: [২] বিএনপি মহাসচিব বলেন, কোভিডকে নিয়ে তারা প্রথম থেকেই ব্যবসা শুরু করেছে। তাদের উপদেষ্টা সাহেবের কথায় অগ্রিম ৭ শ কোটি দিল তিন কোটি টিকার জন্য। এখন আপনার দেড় কোটি টিকাও পায়নি। এটা তারা জেনেশুনেই করছে।
[৩] রাশিয়া ও চীনের টিকার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, কিছু জন্তু আছে পানি খায় ঘোলা করে। চীন যখন এসে বললো যে, আমার সাথে চুক্তি করো, তারা করলো না। রাশিয়া এসে বললো যে, আমি দেবো, চুক্তি করো, করলো না। এখন চীন আর রাশিয়ার কাছে গিয়ে ধর্ণা দিচ্ছে। চীন বলছে, মিথ্যা কথা বলেন কেনো? আপনাদের সাথে তো কোনো চুক্তিই হয়নি। এটাকে কী বলবে ?
[৪] ২০২১-২২ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট সম্পর্কে মির্জা ফখরুল বলেন, একটা বাজেট দিয়েছে ব্যবসায়ীদের জন্য। ৬ কোটি মানুষ এখন দরিদ্র সীমার নিচে; কোথায় তাদের জন্য তো কিচ্ছু করেনি। আমরা বার বার করে বলেছিলাম যে, ১৫ হাজার টাকা করে তিন মাসের জন্য এই মানুষগুলোকে দেয়ার ব্যবস্থা করেন। খুব বেশি কিছু হতো না কিন্তু। কত টাকা লাগতো। কেনো দিলেন না?
[৫] তিনি বলেন, ‘কাকে টাকা দিচ্ছে ? তেলামাথায় তেল দিচ্ছেন। ওই বড় বড় শিল্পপতি, গার্মেন্টস মালিককে দিচ্ছেন, যারা আপনাদের সাথে জড়িত তাদেরকে দিচ্ছেন।’ জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে প্রয়াত জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।