শরীফ শাওন: [২] বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধিত শিক্ষকদের নিয়োগে কেন সুপারিশ করা হবে না, চার সপ্তাহের মধ্যে বিবাদী থেকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
[৩] রোববার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ জারি করা হয়েছে জানান, বাদিপক্ষের আইনজীবী মোহাম্মদ ফারুক হোসেন।
[৪] এর আগে ১৪তম নিবন্ধিতদের মধ্যে মো. জাকির হোসেনসহ ১৮০ জন এ রিটটি দায়ের করেন। রিটে আবেদনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালক (ডিজি), বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ মোট সাত জনকে বিবাদী করা হয়।