শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৫:১০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝড়ের কবলে সাগরে দিকভ্রান্ত স্পীডবোট, ৯৯৯ এ ফোন কলে পাঁচজন যাত্রী উদ্ধার

সুজন কৈরী: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা স্পীড বোটের পাঁচজন যাত্রীকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দিয়েছে কোষ্ট গার্ড।

৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় মাহামুদুল নামে একজন ফোন করে জানান, সকাল আটটায় তারা পাঁচজন যাত্রী একটি স্পীডবোটে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সন্দ্বীপ থেকে সীতাকুণ্ডের দূরত্ব সাগরপথে প্রায় চল্লিশ কি.মি.। কিছুদূর যাওয়ার পর তারা প্রচণ্ড ঝড়ের কবলে পড়েন। এ সময় চালক স্পীডবোটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঝড়ের কবলে ঢেউয়ের তোড়ে তারা কিছুক্ষণ নিয়ন্ত্রণহীন সাগরে ভাসতে থাকেন। ঝড় থেমে যাওয়ার পর তারা বুঝতে পারছিলেননা তারা কোথায় আছেন। দিকভ্রান্ত হয়ে কিছুক্ষণ সাগরে ভেসে কোনও উপায় না পেয়ে ৯৯৯ এ ফোন করেন এবং তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি কোষ্ট গার্ড সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ ও ও চট্টগ্রাম কোষ্ট গার্ড নিন্ত্রয়ণ কক্ষে জানায়। সংবাদ পেয়ে কোষ্ট গার্ডের সন্দ্বীপের একটি উদ্ধারকারী দল রওনা দেয়।

কোষ্টগার্ড চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে ৯৯৯ কে ফোনে জানানো হয়, তারা দিকভ্রান্ত নৌযানের যাত্রীদের উদ্ধার করে পথ দেখিয়ে নিরাপদে উপকূলে পৌঁছে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়