শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ জুন, ২০২১, ০৫:১০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২১, ০৫:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝড়ের কবলে সাগরে দিকভ্রান্ত স্পীডবোট, ৯৯৯ এ ফোন কলে পাঁচজন যাত্রী উদ্ধার

সুজন কৈরী: জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা স্পীড বোটের পাঁচজন যাত্রীকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দিয়েছে কোষ্ট গার্ড।

৯৯৯ এর মিডিয়া কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় মাহামুদুল নামে একজন ফোন করে জানান, সকাল আটটায় তারা পাঁচজন যাত্রী একটি স্পীডবোটে সন্দ্বীপ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সন্দ্বীপ থেকে সীতাকুণ্ডের দূরত্ব সাগরপথে প্রায় চল্লিশ কি.মি.। কিছুদূর যাওয়ার পর তারা প্রচণ্ড ঝড়ের কবলে পড়েন। এ সময় চালক স্পীডবোটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ঝড়ের কবলে ঢেউয়ের তোড়ে তারা কিছুক্ষণ নিয়ন্ত্রণহীন সাগরে ভাসতে থাকেন। ঝড় থেমে যাওয়ার পর তারা বুঝতে পারছিলেননা তারা কোথায় আছেন। দিকভ্রান্ত হয়ে কিছুক্ষণ সাগরে ভেসে কোনও উপায় না পেয়ে ৯৯৯ এ ফোন করেন এবং তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

৯৯৯ তাৎক্ষণিক বিষয়টি কোষ্ট গার্ড সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ ও ও চট্টগ্রাম কোষ্ট গার্ড নিন্ত্রয়ণ কক্ষে জানায়। সংবাদ পেয়ে কোষ্ট গার্ডের সন্দ্বীপের একটি উদ্ধারকারী দল রওনা দেয়।

কোষ্টগার্ড চট্টগ্রাম নিয়ন্ত্রণ কক্ষ থেকে ৯৯৯ কে ফোনে জানানো হয়, তারা দিকভ্রান্ত নৌযানের যাত্রীদের উদ্ধার করে পথ দেখিয়ে নিরাপদে উপকূলে পৌঁছে দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়