শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না  ◈ সীমানা পুনর্নিধারণ নিয়ে চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন ◈ বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে গঠনমূলক ও ভবিষ্যতমুখী: হাইকমিশনার প্রণয় ভার্মা ◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৫:১৪ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৫:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীমঙ্গলে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

স্বপন দেব: [২] মৌলভীবাজারের এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

[৩] শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধিন অবস্থায় সিলেটের একটি হাসপাতালে নিরঞ্জন বৈদ্য (৫০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি শহরের হবিগঞ্জ রোডের হাবিব মার্কেটের সুরশ্রী মিউজিক্যাল হলের মালিক ও দেববাড়ি সড়কের বাসিন্দা।

[৪] হাবিব মার্কেটের মালিক আকবর হোসেন শাহিন জানান, নিরঞ্জন বৈদ্যের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার বাহবল উপজেলার মীরপুর এলাকায়। মাসখানের আগে তিনি গ্রামের বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। উনাকে চিকিৎসার জন্য ১০/১২ দিন আগে সিলেটের একটি হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানে পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে।

[৫] তবে নিরঞ্জন বৈদ্যের করোনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করতে পারেননি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।

[৬] তিনি বলেন, সিলেটের তার মৃত্যুর তথ্য আমাদের কাছে আসেনি। করোনায় মৃত্যু হয়ে থাকলে আমরা খোঁজ নিয়ে তাঁর বাসা লকডাউন করে দিব। এছাড়া নতুন করে শহরতলীর সিন্দুরখান রোড (সুনগইড়) এলাকায় আরো একজন করোনা রোগি শনাক্ত হয়েছেন বলে তিনি জানান। এ পর্যন্ত ওই এলাকায় মোট ২১ জন করোনা শনাক্ত হলো। যার মধ্যে ১২ জন চাঁপাইনবাবগঞ্জের থেকে আসা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়