শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৩:২১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৩:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষী আচরণের শিকার উসমান খাজা

স্পোর্টস ডেস্ক : [২] প্রথম মুসলমান ক্রিকেটার হিসেবে ২০১১ সালে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক পাকিস্তানি বংশদ্ভূত উসমান খাজা, এখন পর্যন্ত অজিদের হয়ে ৪৪ টেস্টও খেলেছেন তিনি। এখনও জাতীয় দলের বিবেচনায় রাখা হয় খাজাকে, তবে এই পথ পাড়ি দিতে বর্ণবিদ্বেষের শিকার হতে হয়েছে টপ অর্ডার এই ব্যাটারকে।

[৩] ছোট বয়সেই পাকিস্তান ছেড়ে অস্ট্রেলিয়ায় নিবাস গড়েন উসমান খাজা, বড় হওয়া ও ক্রিকেটের পাঠটাও সেখানেই হয়েছে তার। নাগরিকত্বের পাশাপাশি জাতীয় দলেও সুযোগ পেয়েছেন, তবে খাজার অভিযোগ তাকে বর্ণবিদ্বেষের মুখোমুখি হতে হয়েছে।

[৪] পিএসএল খেলতে বর্তমানে আরব আমিরাতে আছেন উসমান খাজা। সেখানেই এক সাক্ষাৎকারে তিনি বলেন, খুব অল্প বয়সে অস্ট্রেলিয়ায় আসার পরে আমাকে একটা কথাই বারবার শুনতে হতো। সেটা হচ্ছে, কখনও এ দেশের জাতীয় দলে আমি সুযোগ পাবো না। তার কারণ একটাই, আমার চামড়ার রঙ।

[৫] বলা হতো, আমি দলের মধ্যে একেবারেই মানানসই নই। ওরা তাই সুযোগও দিত না। তখন এটাই মানসিকতা ছিল। আশার কথা, এখন অবশ্য সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে।

[৬] তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার হয়ে ক্রিকেট খেলতে গিয়ে একটা সময় বারবার আমি অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছি। আর যত বার সেটা হতো, মনে হতো আমি এখানকার কেউ নই। অন্য কোনও দেশ থেকে এসেছি। আমার প্রেক্ষাপট আলাদা, সত্যিই এর ফলে অন্যদের সঙ্গে আমার একটা পার্থক্য তৈরি হতো। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়