শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে ◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৭:৪২ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ফরাসি ওপেনে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে রাশিয়ার টেনিস খেলোয়াড় গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক: [২] এ বার রোঁলা গারোয় ডাবলসের প্রথম রাউন্ডে হারার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হলেন রাশিয়ার ইয়ানা সিজিকোভা। গতবারই নাকি ফরাসি ওপেনের ডাবলসে তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং করার অভিযোগ উঠেছিলো। সম্ভবত সেই ঘটনার প্রেক্ষিতেই তাকে গারদে পোরা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনও বিস্তারিত জানা যায়নি।

[৩] একাতেরিনা আলেকজান্দ্রোভার সঙ্গে এ বার ফ্রেঞ্চ ওপেনের ডাবলসে জুটি বেঁধে নেমেছিলেন সিজিকোভা। কিন্তু প্রথম রাউন্ডেই ১-৬, ১-৬-এ বিশ্রি ভাবে হেরে যান সিজিকোভারা। এর পরে তাঁকে গ্রেফতার করা হয়।

[৪] জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুন) রাতেই সিজিকোভাকে প্যারিসে গ্রেফতার করা হয়েছে। আসলে গত সেপ্টেম্বেের ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে সিজিকোভা, তার মার্কিন পার্টনার ম্যাডিসন ব্রেঙ্গলকে নিয়ে হেরে যান। এর পরই গড়াপেটার জল্পনা তীব্র আকার নেয়। রোমানিয়ার আন্দ্রিয়া মিতু ও প্যাট্রিসিয়া মারিয়া তিগের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় সেটের পঞ্চম গেমে সিজিকোভার করা দু'টি ডাবল ফল্ট দেখেই সন্দেহ আরও বাড়ে তদন্তকারীদের। মনে করা হচ্ছে, সিজিকোভার গ্রেফতার হওয়ার পিছনে এই ঘটনার প্রেক্ষিত জড়িয়ে রয়েছে।

[৫] আয়োজকদের তরফে সিজিকোভার গ্রেফতারির খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে তারা জানিয়েছে, এই বিষয়ে নাকি তাদের কাছে কোনও নথি এসে পৌঁছায়নি। তাই তাদের পক্ষে এই বিষয়ে কিছুই বলা সম্ভব নয়। এই ঘটনার সবটাই অবশ্য রাশিয়ান দূতাবাসকে সব কিছু জানানো হয়েছে বলে জানা গিয়েছে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়