শিরোনাম
◈ হজ ২০২৬: ফিটনেস সনদ ও ভিসা আবেদনের সময়সীমা ঘোষণা করল ধর্ম মন্ত্রণালয় ◈ বাংলাদেশিসহ অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়ার কড়া হুঁশিয়ারি ◈ এখনো বাংলাদেশের থেকে পিছিয়ে ভারত ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস: দুই দিনে ৮০ হাজার টাকা কমে রেকর্ড পতন! ◈ বাংলাদেশ বয়কটে অনিশ্চয়তায় ভারতের অলিম্পিক স্বপ্ন ◈ নির্বাচন সামনে রেখে গুপ্তহত্যার আশঙ্কা, শতাধিক পেশাদার কিলার নজরদারিতে ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: ভোটের হার বাড়ানো বড় চ্যালেঞ্জ অন্তর্বর্তী সরকারের ◈ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শহীদ আবু সাঈদের বাবা (ভিডিও) ◈ গণভোট: ‘হ্যাঁ–না’র বাইরে যেসব প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ ◈ শবে বরাতের ফজিলত, করণীয় ও বর্জনীয়

প্রকাশিত : ০৫ জুন, ২০২১, ০৭:৪২ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২১, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ফরাসি ওপেনে ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে রাশিয়ার টেনিস খেলোয়াড় গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক: [২] এ বার রোঁলা গারোয় ডাবলসের প্রথম রাউন্ডে হারার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হলেন রাশিয়ার ইয়ানা সিজিকোভা। গতবারই নাকি ফরাসি ওপেনের ডাবলসে তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিং করার অভিযোগ উঠেছিলো। সম্ভবত সেই ঘটনার প্রেক্ষিতেই তাকে গারদে পোরা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনও বিস্তারিত জানা যায়নি।

[৩] একাতেরিনা আলেকজান্দ্রোভার সঙ্গে এ বার ফ্রেঞ্চ ওপেনের ডাবলসে জুটি বেঁধে নেমেছিলেন সিজিকোভা। কিন্তু প্রথম রাউন্ডেই ১-৬, ১-৬-এ বিশ্রি ভাবে হেরে যান সিজিকোভারা। এর পরে তাঁকে গ্রেফতার করা হয়।

[৪] জানা গেছে, বৃহস্পতিবার (৩ জুন) রাতেই সিজিকোভাকে প্যারিসে গ্রেফতার করা হয়েছে। আসলে গত সেপ্টেম্বেের ফরাসি ওপেনের প্রথম রাউন্ডে সিজিকোভা, তার মার্কিন পার্টনার ম্যাডিসন ব্রেঙ্গলকে নিয়ে হেরে যান। এর পরই গড়াপেটার জল্পনা তীব্র আকার নেয়। রোমানিয়ার আন্দ্রিয়া মিতু ও প্যাট্রিসিয়া মারিয়া তিগের বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় সেটের পঞ্চম গেমে সিজিকোভার করা দু'টি ডাবল ফল্ট দেখেই সন্দেহ আরও বাড়ে তদন্তকারীদের। মনে করা হচ্ছে, সিজিকোভার গ্রেফতার হওয়ার পিছনে এই ঘটনার প্রেক্ষিত জড়িয়ে রয়েছে।

[৫] আয়োজকদের তরফে সিজিকোভার গ্রেফতারির খবরের সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে। তবে তারা জানিয়েছে, এই বিষয়ে নাকি তাদের কাছে কোনও নথি এসে পৌঁছায়নি। তাই তাদের পক্ষে এই বিষয়ে কিছুই বলা সম্ভব নয়। এই ঘটনার সবটাই অবশ্য রাশিয়ান দূতাবাসকে সব কিছু জানানো হয়েছে বলে জানা গিয়েছে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়