শিরোনাম
◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো ◈ মব ভাইরাসের তাণ্ডবে অতিষ্ট দেশ: ইসলামী বক্তা তাহেরী (ভিডিও) ◈ অনলাইন মার্কেটপ্লেসে নতুন দিগন্ত: অ্যামাজন-ইবে হয়ে রপ্তানির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ৯৩ জনের মধ্যে করোনা শনাক্ত ৫০, মৃত্যু ১

আসাদুজ্জামান: [২] সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৩ জনের করোনা পরীক্ষা শেষে আবারও ৫০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৮ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৭ জন। আর উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন আরো অন্তত দুই শতাধিক মানুষ।

[৩] সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, স্বাস্থ্য সচেতনতার অভাবে সাতক্ষীরায় উদ্বেজনক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে যা বেড রয়েছে তার চেয়ে বেশী করোনা রোগী ভর্তি রয়েছেন। এর ফলে তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তিনি এ সময় করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

[৪] এদিকে, মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোর রাতে করোনার উপসর্গনিয়ে মারা গেছেন এক নারী। মৃত ওই নারীর নাম সেলিনা খাতুন (৪৫)। তিনি কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্ত্রী।

[৫] মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে ওই নারী গত ২৮ মে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত আড়াইটার দিকে তিনি মারা যান। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থবিধি মেনে তার মরদেঞ দাফনের অনুমতি দেয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়