শিরোনাম
◈ বিক্ষোভে প্রায় ২০০০ নিহত, দাবি ইরানি কর্মকর্তার ◈ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই ◈ ইসিতে আপিল শুনানি: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন ◈ লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা ◈ বিশ্বকাপে খেলতে ভারতে দল পাঠা‌বে না বি‌সি‌বি, সিদ্ধান্ত পাকা ◈ আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ◈ টেকনাফে গুলিবর্ষণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব ◈ প্লট দুর্নীতি: হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব্রুয়ারি ◈ সমঝোতা জটিলতায় ১১ দলীয় জোটে উন্মুক্ত আসনের সম্ভাবনা ◈ পুরোনো রাজনীতি বনাম নতুন ব্যবস্থা: বাংলাদেশের সামনে কঠিন নির্বাচন

প্রকাশিত : ০৪ জুন, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরায় ৯৩ জনের মধ্যে করোনা শনাক্ত ৫০, মৃত্যু ১

আসাদুজ্জামান: [২] সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৯৩ জনের করোনা পরীক্ষা শেষে আবারও ৫০ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৪৮ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৭ জন। আর উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন আরো অন্তত দুই শতাধিক মানুষ।

[৩] সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, স্বাস্থ্য সচেতনতার অভাবে সাতক্ষীরায় উদ্বেজনক হারে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালগুলোতে যা বেড রয়েছে তার চেয়ে বেশী করোনা রোগী ভর্তি রয়েছেন। এর ফলে তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তিনি এ সময় করোনা সংক্রমণ রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

[৪] এদিকে, মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোর রাতে করোনার উপসর্গনিয়ে মারা গেছেন এক নারী। মৃত ওই নারীর নাম সেলিনা খাতুন (৪৫)। তিনি কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্ত্রী।

[৫] মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, করোনার উপসর্গ নিয়ে ওই নারী গত ২৮ মে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত আড়াইটার দিকে তিনি মারা যান। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থবিধি মেনে তার মরদেঞ দাফনের অনুমতি দেয়া হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়