আখিরুজ্জামান সোহান: [২] মার্কিনিদের চীনা প্রতিষ্ঠানে সব রকম বিনিয়োগ বন্ধ করছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত চীনের প্রতিরক্ষা ও হুয়াওয়েসহ কয়েক ডজন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছেন প্রেসিডেন্ট। বিবিসি, ওয়াশিংটন পোস্ট
[৩] নির্বাহী আদেশে বলা হয়েছে, মোট ৫৯টি প্রতিষ্ঠানের ওপর আরোপ হতে যাওয়া এ নিষেধাজ্ঞা আগামী ২ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এ নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত চীনা প্রতিষ্ঠানগুলোতে সব ধরনের প্রযুক্তি কিংবা প্রতিরক্ষা সরঞ্জাম কিংবা পণ্য কেনা-বেচা থেকে বিরত থাকতে হবে মার্কিন নাগরিকদের। এমনকি এখন থেকে এই তালিকা প্রতিনিয়ত হালনাগাদ করা হবে। ওয়াল স্ট্রিট জার্নাল
[৪] বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের এমন সিদ্ধান্ত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তেরই সম্প্রসারিত রূপ। নিষিদ্ধের তালিকায় আগের ৩১ চীনা প্রতিষ্ঠানের সঙ্গে নতুন করে বেশ কিছু নজরদারি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে চায়না জেনারেল পাওয়ার কর্পোরেশন, চায়না মোবাইল লিমিটেড ও কোর্সটার গ্রুপও রয়েছে।
[৫] বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, মার্কিন নাগরিকরা যেনো কোনোভাবেই চীনের সামরিক শিল্প কমপ্লেক্সকে অর্থায়ন না করাই, সেটা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।