শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০২:৪৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র ডাকাতি

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে হাইকমিশনারসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত আছেন।

বুধবার (২ জুন) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

দূতাবাস সূত্রে জানা যায়, নিয়মিত অফিস চলাকালীন কয়েকজন ডাকাত দূতাবাসের সেবা গ্রহীতাদের ওয়েটিং রুমে ঢুকে পড়ে। সেখানে অপেক্ষারত প্রবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ হাজার রেন্ড (স্থানীয় মুদ্রা) এবং দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতির ঘটনা বুঝতে পেরে এসময় দূতাবাস থেকে পুলিশে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে ডাকাতির আলামত সংগ্রহ করে। ডাকাতির ঘটনায় দূতাবাসের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুরো ঘটনা লিখিত আকারে ডিজি এডমিনিস্ট্রেশন, ঢাকা এবং ডিজি আফ্রিকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদল দূতাবাসের মেইন ভবনে প্রবেশ করতে পারেনি। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত আছেন।

দেশটিতে দীর্ঘদিন বসবাসরত প্রবাসীরা জানান, এর আগে হাইকমিশনারের বাসভবন ‌‘বাংলাদেশ হাউজেও’ ডাকাতির ঘটনা ঘটেছিল। তারা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় চুরি-ডাকাতির ঘটনা করোনাকালে বহুগুণ বেড়ে গেছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নেয়া উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়