শিরোনাম
◈ ইসিতে বৈঠক শেষে ডা: তাহের: আগামীর নির্বাচন যদি ‘সাজানো’ হয়, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে ◈ ইসি’তে আপিল আবেদনের ভিড় বাড়ছে: তৃতীয়দিন ১৩১টি জমা ◈ উচ্চপর্যায়ের পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ, প্রধান উপদেষ্টাকে পাওলা পাম্পালোনি ◈ জকসু নির্বাচন: ২৬ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ৩৫১ ভোটে এগিয়ে শিবিরের রিয়াজুল ◈ ইসিতে যেসব অভিযোগ জানাল জামায়াত ◈ সংগীত বিভাগে শিবির সমর্থিত জিএস-এজিএস প্রার্থীর ঝুলিতে শূন্য ভোট ◈ নিজ দেশের নাগরিক হত্যা, তাদের গণকবর—সভ্য রাষ্ট্রে কল্পনাও করা যায় না: প্রধান উপদেষ্টা ◈ গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের আগ্রহ কেন? দ্বীপটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ◈ ব্যাংক ঋণে বাড়ি কেনা সহজ হলো, নতুন সার্কুলার জারি ◈ তারেক রহমান নয়াদিল্লির জন্য “সবচেয়ে নিরাপদ বাজি”

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ০২:৪৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র ডাকাতি

নিউজ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে নগদ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তবে হাইকমিশনারসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত আছেন।

বুধবার (২ জুন) স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে।

দূতাবাস সূত্রে জানা যায়, নিয়মিত অফিস চলাকালীন কয়েকজন ডাকাত দূতাবাসের সেবা গ্রহীতাদের ওয়েটিং রুমে ঢুকে পড়ে। সেখানে অপেক্ষারত প্রবাসীদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৩ হাজার রেন্ড (স্থানীয় মুদ্রা) এবং দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতির ঘটনা বুঝতে পেরে এসময় দূতাবাস থেকে পুলিশে খবর দেয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে ডাকাতির আলামত সংগ্রহ করে। ডাকাতির ঘটনায় দূতাবাসের পক্ষ থেকে মামলা করা হয়েছে। পুরো ঘটনা লিখিত আকারে ডিজি এডমিনিস্ট্রেশন, ঢাকা এবং ডিজি আফ্রিকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতদল দূতাবাসের মেইন ভবনে প্রবেশ করতে পারেনি। দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অক্ষত আছেন।

দেশটিতে দীর্ঘদিন বসবাসরত প্রবাসীরা জানান, এর আগে হাইকমিশনারের বাসভবন ‌‘বাংলাদেশ হাউজেও’ ডাকাতির ঘটনা ঘটেছিল। তারা বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় চুরি-ডাকাতির ঘটনা করোনাকালে বহুগুণ বেড়ে গেছে। নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা নেয়া উচিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়