শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১২:৪৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে পণ্য বিক্রির অস্বাভাবিক অফারে উদ্বিগ্ন সরকার

আনিস তপন: [২] বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন, কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

[৩] তিনি বলেন, প্রচারণা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে নজর রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

[৪] একটা ফ্রিজের দাম দেড় লাখ টাকা, কিন্তু অফার দেয়া হচ্ছে ৮০ হাজার কিংবা ৭৫ হাজার টাকায় দেয়ার। হয়তো ১০/২০ জনকে দেয়ও। ৫০০ মানুষ আবেদন করবে, তাদের বলবে অমুক দিন দেব। আশঙ্কা করছি, এরপর হয়তো সে গা ঢাকা দেবে। যা এরআগে যুবক (যুব কর্মসংস্থান সোসাইটি) করেছে।

[৫] আইনের আওতায় এ বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে। একই সঙ্গে পুলিশ বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে, এমন অস্বাভাবিক কথা যারা বলে তারা কারা? তাদের সুনির্দিষ্ট ডাটা রাখা, তারা যাতে টাকা আত্মসাৎ করে পালিয়ে যেতে না পারে সেজন্য অগ্রিম সতর্ক থাকতে বলা হয়েছে। তারা যেন যাতে দেশ ছেড়ে যেতে না পারে।

[৬] আবার অনেকে ২০ শতাংশ হারে সুদ দেয়ার কথা বলে। আশঙ্কা করছি, এরা হয়তো দুই/তিন’শ দিয়ে বাকিটা নিয়ে গা ঢাকা দেবে। এমন অস্বাভাবিক কথা বলে যারা বিজ্ঞাপন দেয়, পুলিশ যেন তাদের নজরদারিতে আনে। জনগণকেও সতর্ক থাকতে অনুরোধ করছি যাতে তারা এসব ফাঁদে পা না দেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়