শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০৩ জুন, ২০২১, ১২:৪৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০২১, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অনলাইনে পণ্য বিক্রির অস্বাভাবিক অফারে উদ্বিগ্ন সরকার

আনিস তপন: [২] বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন, কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

[৩] তিনি বলেন, প্রচারণা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে নজর রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

[৪] একটা ফ্রিজের দাম দেড় লাখ টাকা, কিন্তু অফার দেয়া হচ্ছে ৮০ হাজার কিংবা ৭৫ হাজার টাকায় দেয়ার। হয়তো ১০/২০ জনকে দেয়ও। ৫০০ মানুষ আবেদন করবে, তাদের বলবে অমুক দিন দেব। আশঙ্কা করছি, এরপর হয়তো সে গা ঢাকা দেবে। যা এরআগে যুবক (যুব কর্মসংস্থান সোসাইটি) করেছে।

[৫] আইনের আওতায় এ বিষয়গুলো নিয়ন্ত্রণের জন্য আইন মন্ত্রণালয়কে বলা হয়েছে। একই সঙ্গে পুলিশ বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে, এমন অস্বাভাবিক কথা যারা বলে তারা কারা? তাদের সুনির্দিষ্ট ডাটা রাখা, তারা যাতে টাকা আত্মসাৎ করে পালিয়ে যেতে না পারে সেজন্য অগ্রিম সতর্ক থাকতে বলা হয়েছে। তারা যেন যাতে দেশ ছেড়ে যেতে না পারে।

[৬] আবার অনেকে ২০ শতাংশ হারে সুদ দেয়ার কথা বলে। আশঙ্কা করছি, এরা হয়তো দুই/তিন’শ দিয়ে বাকিটা নিয়ে গা ঢাকা দেবে। এমন অস্বাভাবিক কথা বলে যারা বিজ্ঞাপন দেয়, পুলিশ যেন তাদের নজরদারিতে আনে। জনগণকেও সতর্ক থাকতে অনুরোধ করছি যাতে তারা এসব ফাঁদে পা না দেয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়