শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৪ , শনাক্ত ১৯৮৮, সীমান্তবর্তী ৮ জেলায় শনাক্তের হার ২১ থেকে ৬৫ শতাংশ: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] বুধবার পর্যন্ত সারাদেশে মারা গেছেন ১২ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৪,২৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০৯টি ল্যাবে ২০ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ৩৯০টি।

[৪] গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৩ জন নারী। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ৯,১৬০ জন আর নারী মারা গেছেন ৩৫৩৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ২১-৩০, পাঁচ জনের বয়স ৪১-৫০, আট জনের বয়স ৫১-৬০ ও ষাটোর্ধ্ব ১৮ জন। ২৮ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে আর ৬ জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

[৫] ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৯ লাখ ৮৬ হাজার ২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

[৬] ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন এ পর্যন্ত মারা গেছে ৭১৯৮ জন, চট্টগ্রামে ৫ জনসহ মোট পর্যন্ত ২৪২৫ জন। রাজশাহীতে ৫ জনসহ মোট ৬৯৬ জন, খুলনায় ৫ জনসহ মোট ৭৯৭ জন, বরিশালে ২ জনসহ মোট ৩৮৬ জন, সিলেটে ৩ জনসহ মোট ৪৭০ আর ময়মনসিংহে এ পর্যন্ত ২৫৮ জন মারা গেছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়