শিরোনাম
◈ জুলাই সনদ বাস্তবায়ন ও সময়মতো জাতীয় নির্বাচন নিশ্চিতের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির ◈ কমিশনের মোট ব্যয় হয়েছে ১ কোটি ৭১ লাখ টাকা, আপ্যায়ন বাবদ ব্যয়  ৪৫ লাখ টাকা ◈ ভার‌তের কা‌ছে পাত্তাই পে‌লো না অস্ট্রেলিয়া, ম‌্যাচ হার‌লো ৪২ রা‌নে ◈ শুল্ক চুক্তির অধীনে মা‌র্কিন উ‌ড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কিনছে বাংলাদেশ ◈ টিটিপাড়ায় ৬ লেনের আন্ডারপাস, গাড়ি চলাচল শুরু শিগগিরই (ভিডিও) ◈ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ নিয়ে বাংলাদেশ ব্যাংকের বিশেষ বার্তা ◈ ভালোবাসার টানে মালিকের সঙ্গে ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির! ◈ ৬৬ পর্যবেক্ষক সংস্থা পেল নিবন্ধন, নতুন নীতিমালায় পুরনো ৯৬টির নিবন্ধন বাতিল ◈ সরকারি দায়িত্ব শেষ, পেশাগত কাজে যুক্তরাষ্ট্রে অধ্যাপক আলী রীয়াজ: ফিরবেন কিছুদিন পর ◈ ৯ দল নিয়ে এনসিপির রাজনৈতিক জোটের সম্ভাবনা: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশিত : ০২ জুন, ২০২১, ০৪:২৬ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২১, ০৭:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু ৩৪ , শনাক্ত ১৯৮৮, সীমান্তবর্তী ৮ জেলায় শনাক্তের হার ২১ থেকে ৬৫ শতাংশ: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার: [২] বুধবার পর্যন্ত সারাদেশে মারা গেছেন ১২ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৪,২৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ।

[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০৯টি ল্যাবে ২০ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ৩৯০টি।

[৪] গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৩ জন নারী। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ৯,১৬০ জন আর নারী মারা গেছেন ৩৫৩৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ২১-৩০, পাঁচ জনের বয়স ৪১-৫০, আট জনের বয়স ৫১-৬০ ও ষাটোর্ধ্ব ১৮ জন। ২৮ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে আর ৬ জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।

[৫] ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৯ লাখ ৮৬ হাজার ২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।

[৬] ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন এ পর্যন্ত মারা গেছে ৭১৯৮ জন, চট্টগ্রামে ৫ জনসহ মোট পর্যন্ত ২৪২৫ জন। রাজশাহীতে ৫ জনসহ মোট ৬৯৬ জন, খুলনায় ৫ জনসহ মোট ৭৯৭ জন, বরিশালে ২ জনসহ মোট ৩৮৬ জন, সিলেটে ৩ জনসহ মোট ৪৭০ আর ময়মনসিংহে এ পর্যন্ত ২৫৮ জন মারা গেছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়