শাহীন খন্দকার: [২] বুধবার পর্যন্ত সারাদেশে মারা গেছেন ১২ হাজার ৬৯৪ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৪,২৯৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত শনাক্তের হার ৯ দশমিক ৮১ শতাংশ।
[৩] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫০৯টি ল্যাবে ২০ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ২০ হাজার ৩৯০টি।
[৪] গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৪ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১৩ জন নারী। এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ৯,১৬০ জন আর নারী মারা গেছেন ৩৫৩৪ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে তিন জনের বয়স ২১-৩০, পাঁচ জনের বয়স ৪১-৫০, আট জনের বয়স ৫১-৬০ ও ষাটোর্ধ্ব ১৮ জন। ২৮ জনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে আর ৬ জনের মৃত্যু হয়েছে বেসরকারি হাসপাতালে।
[৫] ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯১৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার ৬৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৫৯ লাখ ৮৬ হাজার ২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫৮ শতাংশ।
[৬] ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১১ জন এ পর্যন্ত মারা গেছে ৭১৯৮ জন, চট্টগ্রামে ৫ জনসহ মোট পর্যন্ত ২৪২৫ জন। রাজশাহীতে ৫ জনসহ মোট ৬৯৬ জন, খুলনায় ৫ জনসহ মোট ৭৯৭ জন, বরিশালে ২ জনসহ মোট ৩৮৬ জন, সিলেটে ৩ জনসহ মোট ৪৭০ আর ময়মনসিংহে এ পর্যন্ত ২৫৮ জন মারা গেছে। সম্পাদনা: মেহেদী হাসান