মাসুদ আলম : [২] তিন ঘণ্টার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক। এতে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমড় সমান পানি। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ। অনেকে বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যস্থলে যান।
[৩] সরজমিনে দেখা যায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে রাজধানীতে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এতে সড়কে পানি জমে যাওয়ায় ভাটারা, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা, তেজগাঁও, মালিবাগ, পুরান ঢাকা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে সড়কেও যানবাহন চলাচলে ধীরগতি দেখা গেছে। যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশদের।
[৪] এদিকে পাড়া মহল্লার সড়ক গুলোতে বেহাল দশা। অনেক দোকানপাট ও বাসা বাড়িতে পানিও ঢুকেছে। পানি নামার ব্যবস্থা না থাকায় দুভোর্গে পড়তে হচ্ছে নগরবাসীকে।
[৫] ভাটারার বাসিন্দা জানায়, সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকা তলিয়ে যায়। পানি নামার কোনো ব্যবস্থা না থাকায় দিরের পর দিন জমে থাকে পানি। এতে এডিস মশার জন্য হচ্ছে।
[৬] ট্রাফিক পুলিশ জানায়, বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সড়কে যান চলাচল ধীরগতি। পানি সড়কে গেলে যানচলাচল স্বাভাবিক হবে।