মাহিন সরকার: [২] সোমবার ৩১ মে থেকে শুরু হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। নিজেদের প্রথম ম্যাচে সোমবার মাঠে নেমেছে আবাহনী। টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে মুশফিকের রহিমের দল। কিন্তু একাদশে নেই লিটন দাস।
[৩] লঙ্কানদের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের কারণে একাদশে জায়গা পাননি লিটন দাস। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে নাইম শেখ যদিও ভাল করতে পারেননি। শুধু একাদশ নয় ১৫ জনের বাইরো চলে গিয়েছিলেন লিটন। তবে এবার আবাহনীর একাদশে অবশ্য পারফরম্যান্সের কারণে বাদ পড়েননি।
[৪] জানা গেছে কব্জির চোটের কারণে সোমবার একাদশে নেই লিটন। তবে সব ঠিক থাকলে পরের ম্যাচেই একাদশে ফিরবেন এই ওপেনার।
[৫] এ ব্যাপারে কোচ খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমকে জানিয়েছেন, লিটনের ডান হাতের কব্জিতে ব্যথা। তাই সে বিশ্রামে আছে।