শিরোনাম
◈ এলডিসি থেকে উত্তরণ: আরও তিন বছরের সময় চাইছে বাংলাদেশ ◈ জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার ◈ ১৭ বিয়ের ঘটনায় মামলা, সেই বন কর্মকর্তা বরখাস্ত ◈ বিএনপি নেতাকে না পেয়ে স্ত্রীকে কু.পিয়ে হ.ত্যা ◈ বাংলা‌দেশ হারা‌লো আফগানিস্তানকে, তা‌কি‌য়ে রই‌লো শ্রীলঙ্কার দিকে  ◈ রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা ◈ ঋণের চাপে আত্মহত্যা, ঋণ করেই চল্লিশা : যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ একযোগে এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি ◈ আবারও রেকর্ড গড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ৩ হাজার ৬৭৫ টাকা ◈ ভারতের নেপাল নীতিতে 'রিসেট বাটন' চাপলেন মোদি, শিক্ষা বাংলাদেশের কাছ থেকে

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০৭:২৭ সকাল
আপডেট : ৩১ মে, ২০২১, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিডিয়া বয়কটে ১৫ হাজার ডলার জরিমানা হল ফ্রেঞ্চ টেনিস তারকা নাওমি ওসাকার

রাশিদুল ইসলাম : [২] মানসিক স্বাস্থ্য ভাল নেই বলে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাতকারে যোগ দিতে চাননি ফ্রান্সের টেনিস তারকা নাওমি ওসাকা। ফ্রেঞ্চ ওপেনে প্রথম রাউন্ডে খেলার আগে এ সিদ্ধান্ত নেন তিনি। এর পরিণামে চারবারের গ্রান্ড স্লাম সিঙ্গেল চ্যাম্পিয়ন ও বিশ্বের টেনিস তারকাদের শীর্ষে দুই নম্বর স্থানে থাকা নাওমিকে জরিমানা করা হয়েছে। সিএনএন

[৩] নাওমিকে সতর্ক করে বলা হয়েছে ভবিষ্যতে যদি তিনি ফের সাংবাদিক সম্মেলন এড়িয়ে যান তাহলে ফ্রেঞ্চ ওপেনে খেলার যোগ্যতা হারাতে পারেন তিনি।

[৪] গ্রান্ড স্লাম টুর্নামেন্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে নাওমিকে পরামর্শ দেওয়া হয়েছে টুর্নামেন্ট চলাকালে তিনি যদি সাংবাদিক সম্মেলন এড়িয়ে যাওয়ার ব্যাপারে মন স্থির রাখেন তাহলে আচরণ বিধির আর্টিকেল তৃতীয় ধারা ভঙ্গ করবেন এবং এর পরিণতি ভাল হবে না। এবং নাওমির এ আচরণ অব্যাহত থাকলে তদন্ত সাপেক্ষে তার আরো জরিমানা বা তাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হতে পারে।

[৫] কিন্তু ২৩ বছরের এই টেনিস তারকা ওসামা বলছেন সাংবাদিক সম্মেলন খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে ও মনস্তাত্ত্বিক চাপ বৃদ্ধি করে।

[৬] কিন্তু টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে টুর্নামেন্টে এবং ট্যুরগুলিতে প্রতিযোগিতায় থেকে সাংবাদিক সম্মেলনে অংশ নেওয়া সর্বাধিক গুরুত্ব বহন করে। এটি খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গি বুঝতে এবং সবার বৃদ্ধি করে।

[৭] রোববার প্রথম রাউন্ডে ওসাকা রোমানিয়ান প্যাট্রিসিয়া মারিয়া টিগকে পরাজিত করেন। এরপর তিনি আনা বোগদানের মুখোমুখি হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়