শিরোনাম
◈ গাবতলীতে চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ স্থায়ী পাইকারি ফুলের বাজার ◈ নারায়ণগঞ্জে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণের অঙ্গীকার তারেক রহমানের ◈ গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন! ◈ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি ◈ প্যারোল কী, কারা পান এবং কীভাবে—বাংলাদেশের আইন কী বলে ◈ ভোটকেন্দ্র ছাড়া অন্য কোথাও ভোট গণনা করা যাবে না: ইসির পরিপত্র জারি ◈ ক্ষমতায় গিয়ে কথা না রাখলে জবাব দিতে হবে: তারেক রহমান ◈ ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম ◈ ‘ভয়াবহ দুর্নীতি’ আদানি চুক্তিতে: বাতিলের জন্য যেতে হবে আন্তর্জাতিক আদালতে ◈ সিডনিকে সিক্সার্সকে হা‌রি‌য়ে বিগ ব্যাশে রেকর্ড ষষ্ঠ শিরোপা জয় কর‌লো স্করচার্স

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ১২:০৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২১, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় প্রেমের প্রলোভন দেখিয়ে অপহরণ ফাঁদ

রুবেল মজুমদার: চৌদ্দগ্রাম থেকে কুমিল্লা নগরীর টমছমব্রিজে আসেন এক রং মিস্ত্রি। ওই রং মিস্ত্রিকে প্রেমের প্রলোভন দেখিয়ে নগরীর একটি বাসায় নিয়ে যান নারী অপহরণকারী। পরে ওই রং মিস্ত্রির আত্মীয়স্বজনদের ফোন করে টাকা দাবি করা হয়।

পুলিশ অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তার করা হয় সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ এলাকার সাহেব আলীর ছেলে জুম্মন মিয়া (২৮), নগরীর দক্ষিণ চর্থার কনু মিয়ার ছেলে মাহবুবু মিয়া (৩৩), কোতয়ালি থানার ঝাকুনিপাড়ার মোস্তফার ছেলে রাসেল (৩২), একই থানার সংরাইশ এলাকার আলমের স্ত্রী আরজু (২৮), নূরপুরের সুমনের স্ত্রী সেলিনা (৩৫) ও নবগ্রামের সুমনের স্ত্রী জ্যোৎস্না বেগম (২৮)।

জানা যায়, চৌদ্দগ্রামের বাগৈ গ্রামের আকমত আলীর ছেলে রং মিস্ত্রি ইয়াছিন রোববার সকালে কুমিল্লা শহরে আসেন।

এসময় অপহরণকারী চক্রের সদস্যরা নারী প্রতারককে দিয়ে কোতয়ালী থানার বিএ মজুমদার সড়কের ইকবাল ভিলায় নিয়ে যায়। ওইখানে তাকে আটকে রেখে আত্মীয়স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন। তারা বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানায়। বিষয়টি জেনে পুলিশ সুপার ফারুক আহমেদ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী প্রতারক রয়েছেন।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান,‘ খবর পেয়ে আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করি। এ চক্রের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়