শিরোনাম
◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভক্তি প্রকট ◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ১২:০৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২১, ১২:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় প্রেমের প্রলোভন দেখিয়ে অপহরণ ফাঁদ

রুবেল মজুমদার: চৌদ্দগ্রাম থেকে কুমিল্লা নগরীর টমছমব্রিজে আসেন এক রং মিস্ত্রি। ওই রং মিস্ত্রিকে প্রেমের প্রলোভন দেখিয়ে নগরীর একটি বাসায় নিয়ে যান নারী অপহরণকারী। পরে ওই রং মিস্ত্রির আত্মীয়স্বজনদের ফোন করে টাকা দাবি করা হয়।

পুলিশ অপহরণকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে গ্রেপ্তার করা হয় তাদের। গ্রেপ্তার করা হয় সদর দক্ষিণ উপজেলার দিশাবন্দ এলাকার সাহেব আলীর ছেলে জুম্মন মিয়া (২৮), নগরীর দক্ষিণ চর্থার কনু মিয়ার ছেলে মাহবুবু মিয়া (৩৩), কোতয়ালি থানার ঝাকুনিপাড়ার মোস্তফার ছেলে রাসেল (৩২), একই থানার সংরাইশ এলাকার আলমের স্ত্রী আরজু (২৮), নূরপুরের সুমনের স্ত্রী সেলিনা (৩৫) ও নবগ্রামের সুমনের স্ত্রী জ্যোৎস্না বেগম (২৮)।

জানা যায়, চৌদ্দগ্রামের বাগৈ গ্রামের আকমত আলীর ছেলে রং মিস্ত্রি ইয়াছিন রোববার সকালে কুমিল্লা শহরে আসেন।

এসময় অপহরণকারী চক্রের সদস্যরা নারী প্রতারককে দিয়ে কোতয়ালী থানার বিএ মজুমদার সড়কের ইকবাল ভিলায় নিয়ে যায়। ওইখানে তাকে আটকে রেখে আত্মীয়স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেন। তারা বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশকে জানায়। বিষয়টি জেনে পুলিশ সুপার ফারুক আহমেদ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাসের নেতৃত্বে ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী প্রতারক রয়েছেন।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান,‘ খবর পেয়ে আমরা ওই ব্যক্তিকে উদ্ধার করি। এ চক্রের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়