মিনহাজুল আবেদীন: [২] শুক্রবার ডিবিসি টিভির এক টকশোতে তথ্য কমিশনের সাবেক প্রধান অধ্যাপক ড. গোলাম রহমান একথা বলেন।
[৩] তিনি বলেন, আইন করলেই সাংবাদিকরা ছাতার মতো নিরাপত্তার ভেতর থাকবে, এমন মনে করার কোনও কারণ নেই। ভেতর থেকে আগে সব ঠিক করতে হবে, তাহলে বাইরে যে আইনি সুরক্ষা সেটা তার জন্য কার্যকর হবে।
[৪] গোলাম রহমান বলেন, আইনী কাঠামোর বাইরেও সাংবাদিকরা যেসব জায়গায় কাজ করেন, সেসব জায়গার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে।
[৫] বিএফইউজে সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, গণমাধ্যম কর্মী আইন, রুটি-রুজি এবং মর্যাদার জায়গায় সাংবাদিকদের সুরক্ষা দিবে। আর সাংবাদিক সুরক্ষা আইন সেটি সাংবাদিকদের কর্মকালীন সুরক্ষা নিশ্চিত করবে। যেমন মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা বিরাজমান থাকলে, এমন জায়গায় সংবাদ সংগ্রহে যেতে হবে যেখানে সাংবাদিকদের সুরক্ষা থাকে।
[৬] বিএফইউজে সভাপতি মোল্লা জালাল বলেন, সুরক্ষা সংক্রান্ত বর্তমান প্রেক্ষিতে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে, ওই আইনের মধ্যে আরও কিছু সংযোজন করে সাংবাদিকদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে অনতিবিলম্বে গণমাধ্যম কর্মী আইন পাস করা উচিত। সম্পাদনা: মেহেদী হাসান