শিরোনাম
◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি ◈ এবার ওষুধ আমদানিতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলেন আফগান ব্যবসায়ীরা! ◈ নির্বাচনে ৪৫ ঋণখেলাপি, কেবলই আইনের মারপ্যাঁচ, না ক্ষমতার অপব্যবহার: প্রশ্ন বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের ◈ শেখ হাসিনাকে ফিরিয়ে দেয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ ◈ নির্বাচনী জনসংযোগে টুপি,ঘোমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায়?

প্রকাশিত : ২৯ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২১, ০৩:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়োগপ্রাপ্ত মিডওয়াইফদের ১ জুন যোগদানের নির্দেশ

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে নতুন নিয়োগপ্রাপ্ত ১ হাজার ৪০১ জন মিডওয়াইফকে দেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে। তাদেরকে ১ জুন পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। ২৮ মে দিবাগত রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার তাদের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পদায়ন করা হয়। এ বিষয়ক প্রজ্ঞাপন স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

[৩] গত ২০ মে মিডওয়াইফ পদে তাদেরকে নিয়োগ দেয় সরকার। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে এ নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসির) এক প্রজ্ঞাপনে বলা হয়, মিডওয়াইফ পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে পিএসসি। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৪১৫ জন। তাদের তালিকা বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

[৪] প্রসঙ্গত, মিডওয়াইফ নিয়োগের লক্ষ্যে গত বছরের ১ মার্চ প্রকাশিত বিজ্ঞপ্তিতে সিনিয়র স্টাফ নার্স পদের সংখ্যা দুই হাজার ৫০০ উল্লেখ করা হয়েছিল। গত ২৮ জানুয়ারি সিনিয়র স্টাফ নার্স পদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রæয়ারি এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও করোনার জন্য স্থগিত করা হয়।

[৫] পরবর্তীতে চলতি বছরের ২০ মার্চ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীর মধ্যে এই মাসে এক হাজার ৪১৫ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। নিয়োগপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১০ম গ্রেডে ১৬ হাজার টাকা স্কেলে বেতন ও বিধি অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়