বিনোদন ডেস্ক: ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজে ঢাকার অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নিবেদনে মুগ্ধতার কথা জানিয়েছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।
বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে সিরিজটি প্রযোজনা করছে ওটিটি প্লাটফর্ম হইচই। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মুশকান জুবেরীর ভূমিকায় অভিনয় করেছেন বাঁধন। বিডিনিউজ
ইনস্টাগ্রাম বার্তায় সিরিজটির নির্মাতা সৃজিত মুখার্জি জানান, ওয়েব সিরিজে বাঁধনের নিবেদন তাকে গর্বিত করেছে।
‘জাতিস্বর’, ‘হেমলক সোসাইটি’, ‘নির্বাক’ নির্মাতা সৃজিত বলেন, “এমন নিবেদনের জন্য বাঁধনকে সম্মান জানাই। প্রতিকূল পরিবেশেন শুটিং করে, শুটিংয়ের জন্য প্রচুর সময় চেয়ে নেওয়ার পরও আপনি মুশকান জুবেরীকে জিতিয়ে দিয়েছেন ও আমাকে গর্বিত করেছেন।”
গত বছরেরে ডিসেম্বরে সিরিজের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ভারতের সিকিমের প্রতিকূল পরিবেশে শুটিংয়ে অংশ নিয়েছেন বাঁধন।
সৃজিত জানান, ইতোমধ্যে ছবির ডাবিং ও আবগসংগীতের কাজও সম্পন্ন হয়েছে।
এতে বাঁধন ছাড়াও এতে খরাজ খাসনবিশ চরিত্রে অঞ্জন দত্ত, নিরুপন চন্দ চরিত্রে রাহুল বোস, আতর আলী চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য ও ওসি তপন শিকদার চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অভিনয় করেছেন।
ওয়েব সিরিজটি মুক্তি কবে?-এমন প্রশ্নের জবাবে হইচই বাংলাদেশের এক কর্মকর্তা জানান, ওয়েব সিরিজটি মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। ঈদুল আজহায় কিংবা তার আগেই এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।