আসিফুজ্জামান পৃথিল: [২] মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক দিন আগেই করোনার উৎস সন্ধানে নতুন করে অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। এবার একই ধরণের নির্দেশ দিলো বেইজিংও। এক বছরের কিছু বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসের উৎস নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। সিএনএন
[৩] চলতি সপ্তাহে আবারও আলোচনায় এসেছে করোনার উৎস। চীন অনেক দিন ধরেই বলে আসছে করোনার উৎস যুক্তরাষ্ট্র। উহানে শুধু এটি প্রথম বড় পরিসরে ধরা পরেছিলো। কিছুদিন আগে জানা যায়, উহান ইন্সটিটিউট অব ভাইরোলজির কয়েকজন গবেষক ১৯ সালের নভেম্বরেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর এই বিষয়ক আলোচনা আবারও জমে ওঠে। এরপরেই বাইডেন ৯০ দিনের মধ্যে এই ব্যাপারে পূর্ণাঙ্গ গোয়েন্দা প্রতিবেদন চেয়ে বসেন। বিবিসি
[৪] এই সিদ্ধান্ত বেইজিং এর জন্য ছিলো অপমানকর। এর ফলে বেইজিং প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র সত্যের ব্যাপারে তোয়াক্কাই করে না। তারা বিজ্ঞান নিয়ে জানার ব্যাপারেও আগ্রহী নয়। তাদের একমাত্র উদ্দেশ্য অতিমারিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা।’