শিরোনাম
◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের ◈ নির্বাচনকে সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার ◈ এনসিপি ও এলডিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির (ভিডিও) ◈ তারেকের প্রত্যাবর্তন বহুত্ববাদ ও কর্তৃত্ববাদী চক্রের জন্যে পরীক্ষা   ◈ বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোট ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দোর মাইলফলকের ম্যাচে জোড়া গোল ◈ দুই মামলায় ১৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন আখতার হোসেন

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৬:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জহিরুল ইসলাম শিবলু : [২] লক্ষ্মীপুরে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

[৩] শুক্রবার সকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

[৪] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, উপ-পরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মাহবুবুল আলম প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

[৫] উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ১৪ নং মান্দারী ইউনিয়ন বনাম ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন। এ খেলায় মান্দারী ইউনিয়ন ফুটবল দলকে ট্রাইব্রেকারে হারিয়ে লাহারকান্দি ইউনিয়ন ফুটবল দল জয়লাভ করে। টুর্নামেন্ট চলবে আগামী ২ জুন পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়