জহিরুল ইসলাম শিবলু : [২] লক্ষ্মীপুরে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালিকা (অনুর্ধ্ব ১৭) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
[৩] শুক্রবার সকালে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাঠে এই খেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
[৪] সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, উপ-পরিচালক স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মাহবুবুল আলম প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
[৫] উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ১৪ নং মান্দারী ইউনিয়ন বনাম ১৫ নং লাহারকান্দি ইউনিয়ন। এ খেলায় মান্দারী ইউনিয়ন ফুটবল দলকে ট্রাইব্রেকারে হারিয়ে লাহারকান্দি ইউনিয়ন ফুটবল দল জয়লাভ করে। টুর্নামেন্ট চলবে আগামী ২ জুন পর্যন্ত।