শিরোনাম
◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ মে, ২০২১, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রংপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু

আফরোজা সরকার : [২] রংপুর ও লালমনিরহাটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে রংপুর বিভাগে নতুন করে ৪৫ জন করোনা পজিটিভ হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৯ জন রোগী। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৮৬ জনে পৌঁছেছে।

[৩] শুক্রবার (২৮ মে) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিভাগে বর্তমানে ১৮ হাজার ৮২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৭৬৪ জন।

[৪] স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (২৭ মে) বিভাগের আট জেলার ২৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে ৪৫ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এ নিয়ে ১ লাখ ৩২ হাজার ১৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

[৫] গত ২৪ ঘন্টায় বিভাগের দিনাজপুুরে ১৭, রংপুরে ৮, ঠাকুরগাঁওয়ে ৭, গাইবান্ধায় ৫, নীলফামারীতে ৩, কুড়িগ্রামে ৩ ও লালমনিরহাট জেলার ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

[৬] স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী ঢাকা পোস্টকে জানান, বৃহস্পতিবার (২৭ মে) দুপুর পর্যন্ত দিনাজপুুর জেলায় করোনায় ৫ হাজার ৭৫০ জন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ১৪০ জনে রয়েছে।

[৭] জেলায় ৪ হাজার ৯৪২ জন আক্রান্ত ও মৃত্যু হয়েছে ৯৪ জনের। ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬৬৯ জন আক্রান্ত ও ৪০ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৭৫৯ জন আক্রান্ত ও ২২ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৫৭৩ জন অক্রান্ত ও ৩৫ জনের মৃত্যু হয়েছে।

[৮] এছাড়াও কুড়িগ্রাম জেলায় ১ হাজার ২১৩ জন আক্রান্ত ও ২১ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৭৬ জন আক্রান্ত ও ১৪ জনের মৃত্যু এবং পঞ্চগড় জেলায় ৮৩৮ জন আক্রান্ত ও ২০ জনের মৃত্যু হয়েছে।

[৯] রংপুর বিভাগে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু দিনাজপুর জেলায়। সম্প্রতি সারাদেশের মধ্যে ৩১ জেলাকে করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ জেলা হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে রংপুর ও নীলফামারী জেলা রয়েছে। যার মধ্যে রংপুরের অবস্থান ২৭ নম্বরে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়