নিজস্ব প্রতিবেদক :[২] নাইম-সাকিবের পর ফিরলেন তামিম ইকবালও। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৭ রান। দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ।
[৩] লিটনের পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে নাঈম শেখ ১ রানে সাজ ঘরে ফিরলে উদ্ভোধনী জুটির ব্যর্থতায় আবার ফিরে আছে। ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই নাঈমকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সেই আরো বেড়ে যায় সাকিবের ৪ রানে আউট হবার সাথে সাথে। আইপিএল খেলে এসে এখনো নিজের ফর্ম খুঁজে পায়নি সাকিব আল হাসান। রহিম ১২ ও মোসাদ্দেক ৪ রানে অপরাজিত আছেন।
[৪] এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা ১২০ রানে স্কোর বোর্ডে সংগ্রহ করে ২৮৬ রান।
[৫] লঙ্কান সিবিরে তাসকিন ৪ শরিফুল ১ বার আঘাত হানেন। সাকিব, মিরাজ, মোসাদ্দেক ও মোস্তাফিজুর ছিলেন উইকেট শূণ্য।