শিরোনাম
◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা ◈ খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া ◈ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৫ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাইজুল ইসলাম আইসিসির নভেম্বর মাসের সেরার তালিকায়

স্পোর্টস ডেস্ক : গত মাসটা দারুণ কাটিয়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে নিয়েছেন আড়াইশোর ওপরে উইকেট। বাঁহাতি স্পিনারদের মধ্যে তার চেয়ে কম ম্যাচ আড়াইশো উইকেট নিতে পারেনি আর কেউ।

গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচেই বল হাতে সফল ছিলেন তাইজুল। নিয়েছিলেন ১৩ উইকেট। যার ফল স্বরুপ আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন টাইগার এ স্পিনার।

কয়েকদিন আগে ভারতকে তাদের মাটিতেই টেস্টে ২-০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচেই প্রোটিয়াদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন সাইমন হারমার। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।

প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে হারমার শিকার করেন ৯ উইকেট। তাতেই মাস সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রোটিয়া এ স্পিনার।

এদিকে নভেম্বর মাসের সেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ। গত মাসটা দুর্দান্ত কাটিয়েছেন এই অলরাউন্ডার। 

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজে ১০৪ রান করার পাশাপাশি ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও নভেম্বর মাসে টি-টোয়েন্টিতে ৫২ রান ও ১১ উইকেট শিকার করেছেন নওয়াজ। তাতেই আইসিসির মাসসেরা ক্রিকেটারের তালিকায় জায়গা পেয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়