শিরোনাম
◈ ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের! ◈ উনি ক্লাসে বাজে ঈঙ্গিতপূর্ণ কথা বলার পাশাপাশি বডি শেমিং করেন ◈ এবার নিউ ইয়র্ক মেয়রপ্রার্থী মামদানিকে গ্রেপ্তারের হুমকি ট্রাম্পের!, তীব্র প্রতিক্রিয়া ◈ বউ পেটানোয় শীর্ষে খুলনা ও বরিশালের মানুষ: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (ভিডিও) ◈ ক‌ষ্টের জ‌য়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনা‌লে রিয়াল মা‌দ্রিদ ◈ দুপু‌রে এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে স্বাগ‌তিক মিয়ানমা‌রের বিরু‌দ্ধে লড়‌বে বাংলাদেশ নারী দল ◈ প্রথম ওয়ান‌ডে ম‌্যা‌চে মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন দাস ও মিরাজ ◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ২৬ মে, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইক্ষ্যংছড়ি-রামুতে তীব্র লোডশেডিং

হাবিবুর রহমান : [২] বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও পার্শ্ববর্তী রামুর গর্জনিয়া কচ্ছপিয়াতে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং আর বিদ্যুৎ বিভ্রাটে সাধারণ মানুষের ভোগান্তি চরমে। প্রতিদিন গড়ে লোডশেডিং হচ্ছে ২০ ঘন্টা। গ্রীষ্মের এ গরমে অস্বস্তি ছাড়াও বিভিন্ন রোগে ভুগছেন সর্বস্তরের মানুষ।

[৩] অফিস আদালতে কাজ-কর্ম স্থবির হয়ে পড়েছে। সংবাদকর্মীরা জনগুরুত্বপূর্ণ সংবাদ প্রেরণে ব্যর্থ হচ্ছে। কখন বিদ্যুৎ আসবে- সর্বস্তরের মানুষ শ্যেণ দৃষ্টিতে তাকিয়ে থাকছে। কবে নাগাদ লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট থেকে নিষ্কৃতি পাবে, এ প্রশ্ন এখন সর্বস্তরের মানুষের।

[৪] কচ্ছপিয়া আল আমিন মার্কেটের রশিদ কোম্পানী জানান, ফ্রিজে রাখা খাদ্যসামগ্রী পঁচে যাচ্ছে। মানুষ হিমেল হওয়ার প্রত্যাশায় গাছ-গাছালির নিচে আশ্রয় নিচ্ছেন। স্থানীয় কম্পিউটার দোকানের পরিচালক সামশুল আলম শাহিন রহমান অভিযোগ করে বলেন, ছেলে মেয়েরা পড়ালেখা করতে পারছে না, বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ে সময় মতো শিক্ষার্থীদের টেবিলে বসানো যাচ্ছে না।

[৫] মধুবন বেকারীর পরিচালক জানান, লোডশেডিংয়ে আমার ফ্রিজে সংরিক্ষত খাবার নষ্ট হয়ে লোকসান গুনতে হচ্ছে। সুত্র বলছে নাইক্ষ্যংছড়ি, গর্জনিয়া কচ্ছপিয়াতে বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় সাড়ে ১৯ হাজারেরও বেশি। বিদ্যুতের প্রয়োজন প্রায় ৭ মেগাওয়াট; রামুর বিপিডিবি’র গ্রীড থেকে পাওয়া যাচ্ছে ৭ মেগাওয়াট। তার পরেও প্রায় পৌণে ২ লাখ জন অধ্যষিত মানুষ সীমাহীন দূর্ভোগ পোহাচ্ছেন। রামুর কিছু অংশ বিকল্প বিদ্যুৎ হিসেবে ব্যবহার করছে জেনারেটর।

[৬] এদিকে স্থানীয় বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, প্রতিদিন যেভাবে আমাদের নির্দেশনা আসে, সেভাবে আমরা বিদ্যুৎ সরবরাহ করে থাকি। এদিকে রামু বিদ্যুৎ অফিসের আরই ইনচার্জ মাঈনুল ইসলাম জানান, তাদের পর্যাপ্ত বিদ্যৎ সরবারহ আছে। ৩/৪ দিন দূর্যোগপূর্ণ আবহাওয়ার করণে লোডশেডিং হচ্ছে। দ্রুত এই সমস্যা সমাধান হবে বলে নিশ্চিত করেন বিদ্যুতের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়