স্পোর্টস ডেস্ক : ইউরোপা লিগের ফাইনাল খেলতে পোল্যান্ডের শহর গাদানস্কে পৌঁছেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার (২৬ মে) দিনগত রাতে নিজেদের দ্বিতীয় শিরোপার লক্ষ্যে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের মুখোমুখি হবে রেড ডেভিলরা।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও, ইউরোপা লিগে সফল ওলে গানার সোলশায়ারের দল। রেড ডেভিলদের হয়ে প্রথম শিরোপা জয়ের সামনে এই নরওয়েজিয়ান ম্যানেজার।
ফাইনালের মহারণে নামার আগে অবশ্য কিছুটা ব্যাকফুটে আছে ম্যান ইউনাইটেড। ইনজুরিতে ছিটকে গেছেন দলের অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ার। তবে ইপিএলে নিজেদের সবশেষ ম্যাচে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন ওলে। যার ফলে পোল্যান্ডে সতেজ হয়েই মাঠে নামবেন কাভানি-পগবা-ব্রুনো ফার্নান্দেজরা।
এর আগে ২০১৬-১৭ মৌসুমে আয়াক্সকে হারিয়ে নিজেদের প্রথম ইউরোপা লিগ শিরোপা জিতেছিল ম্যানচেস্টার জায়ান্টরা। ভিয়ারিয়ালের বিপক্ষে এর আগে চার বার মুখোমুখি হয়েছিল রেড ডেভিলস। সবগুলো ম্যাচই শেষ হয় সমতায়।