শিরোনাম
◈ ঐকমত্য কমিশনের প্রতিবেদন সবার জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার ◈ শেখ হাসিনার সাক্ষাৎকার নিচ্ছেন যাঁরা, তাঁরা তাঁর অতীত ভুলে যাচ্ছেন—শফিকুল আলম ◈ বিশ্বব্যাংকে সালিশি মামলা করেছেন এস আলম, আবেদনে যা আছে ◈ পা‌কিস্তান ও বাংলাদেশের পর আরও এক নতুন দেশ জন্ম নিচ্ছে ভারতের পাশে ◈ নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত: আওয়ামী লীগের ভবিষ্যৎ ‘পরিবারনির্ভর নয়’ বললেন শেখ হাসিনা ◈ আাগামী ১৫ নভেম্বরের মধ্যে  নির্বাচনের প্রস্তুতি শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ ইবতেদায়ী শিক্ষকদের ‘ভুখা মিছিলে’ পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড ◈ সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস নিয়ে সুখবর ◈ নির্বাচন প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত ◈ ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও)

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ০৪:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমার নিয়ে আশিয়ানের মতবিরোধ একেবারেই স্পষ্ট: জাতিসংঘ

কূটনৈতিক প্রতিবেদক: [২] মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ সফররত জাতিসংঘ সাধারণ পরিষদ সভাপতি ভলকান বজকির যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, মিয়ানমার নিয়ে জাতিসংঘে দুই পক্ষের মতবিরোধ একেবারে স্পষ্ট। একটি হচ্ছে আসিয়ান এবং আরেকটি কোর গ্রুপ।

[৩] মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগ করাকে আসিয়ান দেশগুলো সমর্থন করে না। অপরদিকে কোর গ্রুপ সামরিক সরকারকে নিন্দা জানায় এবং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে চায়।

[৪] চলতি বছরের এপ্রিলে সর্বশেষ এ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে বলেন, আসিয়ানের পক্ষ থেকে একটি বিবৃতি প্রচার করা হয়েছে। কোর গ্রুপ মনে করে, এখনই একটি রেজুলেশন নেওয়া উচিত।

[৫] রোহিঙ্গা ইস্যুতে সবাইকে একমত হয়ে ঐক্যবদ্ধ ভাবেই এর সমাধান খুঁজতে হবে, আর আমাদের চেষ্টা সেটাই। ফিরে গিয়ে আমি আবার উদ্যোগি হবো। কারণ, এটা বৈশি^ক সংকট।

[৬] ভলকান বলেন, উদ্বাস্তুদের সংকটকালীন সময়ে কীভাবে সহযোগিতা করতে হয়, ভাসান চর একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য নির্মিত অবকাঠামো দেখে আমি খুব খুশি। ভাসানচরের অবকাঠামো দুর্যোগ প্রতিরোধেও সক্ষম বলে মন্তব্য করেন তিনি ।

[৭] বেলারুশে আটক সাংবাদিকের মুক্তির আহবান জানিয়ে বলেন, জাতিসংঘ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। যাতে করে অবাধে তথ্য সংগ্রহ করা সম্ভব হয় এবং জনমত গঠনে সহায়তা হয়। জনগণ যেন সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়