শিরোনাম
◈ বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশে দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছে সরকার  ◈ পাকিস্তানি ক্রিকেটাররা এনওসি পাচ্ছে না, বিপাকে পড়তে পা‌রে বিপিএল  ◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি

প্রকাশিত : ২৫ মে, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২১, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী প্রধানমন্ত্রী পেল দ্বীপরাষ্ট্র সামোয়া

রাশিদুল ইসলাম : [২] রাজনৈতিক সংকটে পার্লামেন্টে তালা ঝুলছে আর বাইরেই শপথ নিলেন সামোয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী ফিমে নাওমি মাতা’আফা। নির্বাচনে হেরে যাওয়া দেশটির প্রধানমন্ত্রী ও তার দলবল নাওমিকে শপথ নিতে বাধা দেওয়ার জন্য পার্লামেন্ট ভবনে তালা দেওয়ার পর বাইরে একটি তাঁবুতেই শপথ নেন নাওমি। সিএনএন

[৩] নাওমি এভাবে শপথ নিলেও ২ লাখ মানুষের দেশ সামোয়ার শাসনভার কার হাতে থাকবে তা নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। ২২ বছর ধরে দেশটি শাসন করছেন তুলেইপা সাইলেলে মালিয়েলেওই। দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীদের তালিকায় বিশ্বে মালিয়েলেওই-এর অবস্থান দ্বিতীয়। গত এপ্রিলে সামোয়ার নির্বাচনে মালিলেওইকে হারান বিরোধীদল ‘ফাস্ট’ পার্টির নেত্রী নাওমি। কিন্তু এই পরাজয় মেনে নেননি মালিলেওই।

[৪] সামোয়ার সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে ফিমে নাওমি মাতা’আফার জয়ের পক্ষে রায় দেওয়ার পরও মালিলেওই কোর্টের পদত্যাগের আদেশ উপেক্ষা করেছেন। সোমবার পার্লামেন্টে শপথ নেওয়ার জন্যে প্রধান বিচারপতিকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছানোর আগেই মালিলেওই ও তার অনুগতরা ভবনের গেট তালাবদ্ধ করে দেন।

[৫] নাওমি ও তার দলের নির্বাচিত নেতারা বাধ্য হয়ে জড়ো হন পার্লামেন্ট গার্ডেনের একটি ক্যাম্পে। সেখানেই নাওমির প্রধানমন্ত্রী হিসাবে শপথের পর একে একে অন্যদেরও শপথ করানো হয়।

[৬] নাওমির এই শপথগ্রহণ অনুষ্ঠানকে ‘অবৈধ এবং বেআইনি’ বলে অভিহিত করেছেন তুলেইপা সাইলেলে মালিয়েলেওই। অনুষ্ঠানটি অনানুষ্ঠানিক বলেই বর্ণনা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়