শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৫:০০ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার সংক্রমণ সঠিকভাবে শনাক্ত করতে ৯৪ভাগ সক্ষম স্লিফার কুকুর

লিহান লিমা: [২] যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গিয়েছে, স্লিফার ডগ বা প্রশিক্ষিত কুকুর করোনার সংক্রমণ সঠিকভাবে শনাক্ত করতে ৯৪ ভাগ সক্ষম। এমনকি যে ব্যক্তিদের করোনার কোনো লক্ষণ নেই তাদেরও এই ভাইরাস শনাক্ত করতে সক্ষম তারা। ডেইলি মেইল

[৩] গবেষণায় বায়োসেন্সর হিসেবে কুকুরের শনাক্তকরণের সক্ষমতার স্বীকৃত উপায়গুলো পরীক্ষা করা হয়েছিলো। স্নিফার ডগ ঔষুধ, বিস্ফোরক ও খাবার মানুষের জন্য ক্ষতিকারক কি না তা শনাক্ত করতে সক্ষম।

[৪] লন্ডন স্কুল হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন-এলএসএইচটিএম, মেডিকেল ডিটেকশন ডগস ও ডারহাম ইউনিভার্সিটির গবেষকরা ৮দিন প্রশিক্ষণের পর ৬টি কুকুরকে ৩ হাজার ৫’শ নমুনা পরীক্ষা করতে দেন। তারা দেখেন, এই কুকুরগুলো কোভিড-১৯ সংক্রমিত ব্যক্তির কাপড় বা মাস্ক থেকে কোনো নির্দিষ্ট গন্ধ খুঁজে পেয়েছে কি না। দেখা গিয়েছে ৮২ থেকে ৯৪ শতাংশ ক্ষেত্রে কুকুরগুলো সার্স কোভিড ভাইরাসের নমুনা শনাক্ত করতে পেরেছে।

[৫] গবেষকরা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছেন, কোভিড-১৯ সংক্রমণের একটি নির্দিষ্ট গন্ধ রয়েছে যা কুকুরগুলো অভাবনীয় নির্ভুলতার সঙ্গে শনাক্ত করতে পারে। গবেষকদল এ বিষয়ে ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বিমানবন্দরে প্রশিক্ষিত কুকুর মোতায়েন করার বিষয়ে আলোচনা করার কথা জানান।

[৬] এই বিশ্লেষণের ওপর ভিত্তি করে গবেষকরা বলেন, ৩০ মিনিটে দুইটি কুকুর বিমানবন্দরে ৩০০জন যাত্রীর পরীক্ষা করতে সক্ষম। তারা আরো বলেন, বিমানবন্দর, সিনেমা হল, স্টেডিয়াম, জনাকীর্ণ স্থান ও কর্মক্ষেত্রে করোনা শনাক্ত করণে এদের ব্যবহার করা যেতে পারে। যা মানুষকে স্বাভাবিক জীবনে ফিরতে অনেকটাই সহায়তা করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়